রবিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে-তে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। শুক্রবার প্রথম ম্যাচে কেএল রাহুলের নেতৃত্বে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। যদিও ভারতের জন্য অনেক ইতিবাচক দিক রয়েছে, তবুও কিছু প্রশ্নের উত্তর দেওয়া এখনও বাকি আছে। বিশেষ করে শ্রেয়স আইয়ারের ফর্ম এখন কিছুটা উদ্বেগের কারণ হয়ে উঠছে।
মোহালিতে যখন দল জয়ের পথে হাঁটছিল, তখন ব্যাট করতে এসে শ্রেয়স আইয়ারকে বড় বেশি বর্ণহীন মনে হয়েছে। তিনি কখনও-ই ক্রিজে স্বাচ্ছন্দ্য বোধ করেননি এবং শেষ পর্যন্ত ৩ করে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান। ভারতীয় সমর্থক এবং টিম ম্যানেজমেন্ট আশা করছে, দ্বিতীয় ওয়ানডে-তে শ্রেয়স হয়তো নিজের ফর্মে ফিরবেন। অন্য দিকে শার্দুল ঠাকুরও ফর্মে নেই। জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি যখন দুরন্ত লড়াই করছেন, তখন শার্দুল সহজ রান দিয়ে বসে থাকেন। বল হাতে শার্দুলের ফর্ম দলের জন্য গুরুত্বপূর্ণ হবে, কারণ তিনি ভারতের হয়ে আট নম্বরে ব্যাটিং গভীরতা দিতে পারেন।
আরও পড়ুন: কোহলি, রোহিত, ওয়ার্নাররা থাকলেও বাবরের লেভেলই আলাদা- বিশ্বকাপে পাক অধিনায়কই বাজি গম্ভীরের
বুমরাহকে কি বিশ্রাম দেওয়া হবে?
এখন প্রশ্ন হল, ভারত কি একই একাদশ দ্বিতীয় ম্যাচেও ধরে রাখবে, নাকি দলে পরিবর্তন করবে? মনে করা হচ্ছে, জসপ্রীত বুমরাহকে দ্বিতীয় ওডিআই-এ বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর জায়গায় দলে ঢুকতে পারেন মহম্মদ সিরাজ। সম্প্রতি কলম্বোতে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার গুঁড়িয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন সিরাজ। তিনি বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এছাড়াও ভারত বিভিন্ন বোলিং জুটি পরীক্ষা করতে চায়। কারণ দীর্ঘ বিশ্বকাপ অভিযানে তাদের দ্রুত বোলারদের কিছুটা রোটেশনে খেলাতে হবে।
আরও পড়ুন: নিয়মিত সুযোগ পান না দলে, ৫ উইকেট নিয়ে কৌশলী উত্তর শামির
শার্দুল ঠাকুর নিজের জায়গা ধরে রাখতে পারবে?
শার্দুল ঠাকুরকে একাদশে প্রথম পছন্দ হিসাবে দেখা হচ্ছে। কারণ তিনি আট নম্বরে ব্যাটিং গভীরতা যোগ করতে পারেন। তবে তিনি এই মুহূর্তে চেনা ছন্দে নেই। যেটা ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। ইন্দোরে কি তাঁকে দলে রাখা হবে? নাকি মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহকে দলে রেখে শার্দুলকে বাদ দেওয়া হবে?
এদিকে প্রথম ওয়ানডে-তে প্যাট কামিন্স ছাড়া অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে অতিরিক্ত গতির অভাব ছিল, যার ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত সহজেই অস্ট্রেলিয়ার দেওয়া লক্ষ্যে পৌঁছে যায়। স্টার্ক অবশ্য পরের ম্যাচে দলে ফিরবে। অতীতে তিনি ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছিল। কিন্তু তাঁর হাই স্পিড ইন্দোরের উইকেটে সমস্যা সৃষ্টি করতে পারে। সেই ভেবেই ভারতীয় দল ব্যাটিং গভীরতা বাড়াবে।
ভারতের সম্ভাব্য একাদশ: শুভমন গিল, ইশান কিষান, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), তিলক বর্মা, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।