শুভব্রত মুখার্জি- ২০২৩ ওডিআই বিশ্বকাপে তাদের পারফরম্যান্স যতটা দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে ইংল্যান্ড দল। ২০১৯ সালের চ্যাম্পিয়ন দল অনেক আগেই ছিটকে গিয়েছিল সেমিফাইনালের দৌড় থেকে। গতবারের চ্যাম্পিয়ন দলের খেলা দেখে স্বাভাবিকভাবেই হতাশ তাদের সমর্থকরা। অনেক ম্যাচে সামন্যতম লড়াইটুকুও পৌঁছে দিতে পারেনি ইংল্যান্ড দল। এমনকি আফগানিস্তানের কাছেও হারতে হয়েছে জোস বাটলারদের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই একেবারে ব্যর্থ হয়েছেন ইংল্যান্ড ক্রিকেটাররা। এত কিছুর না পাওয়ার হতাশার মধ্যেও তাদের জন্য ভালো খবর এল তাদের শেষ গ্রুপ ম্যাচে। ইডেন গার্ডেন্স শনিবার ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। সেই ম্যাচেই এক অনন্য নজির গড়েছেন তাদের ডানহাতি ব্যাটার জো রুট।
ওডিআই বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে প্রথম ইংল্যান্ড ব্যাটার হিসেবে এই কৃতিত্ব গড়েছেন ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক। আর এই নজির গড়ার পথে তিনি পিছনে ফেলেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক গ্রাহাম গুচকে। কী নজির গড়েছেন জো রুট? ওডিআই ফর্ম্যাটের বিশ্বকাপে প্রথম ইংল্যান্ড ব্যাটার হিসেবে ১০০০ রান পূর্ণ করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন গ্রাহাম গুচ। তাঁর ঝুলিতে ছিল ৮৯৭ রান। ইডেন গার্ডেন্সে শনিবার এই নজির গড়েছেন জো রুট। ইংল্যান্ডের ডান হাতি এই ব্যাটার গোটা বিশ্বকাপ জুড়েই ব্যাট হাতে সেই রকম বলার মতন কোন পারফরম্যান্স করতে পারেননি। গত ম্যাচে ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্কুপ শট খেলতে গিয়ে বাজেভাবে দুই পায়ের ফাঁক দিয়ে বোল্ড হয়েছিলেন তিনি।
তবে শনিবার ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে ভালো ছন্দে খেলতে দেখা গিয়েছে তাঁকে। শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফদের তিনি দক্ষতার সঙ্গে মোকাবিলা করে অর্ধশতরানের একটি ইনিংস খেলেন। ৭২ বল খেলে ৬০ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে তিনি হাঁকিয়েছেন চারটি চার। তাঁকে প্যাভিলিয়নে ফেরান শাহিন শাহ আফ্রিদি। আফ্রিদির বলে শাদাব খানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি। তৃতীয় উইকেটে বেন স্টোকসকে সঙ্গী করে ১৩২ রানের একটি দুরন্ত পার্টনারশিপ গড়েন তিনি। স্টোকস ৭৬ বল খেলে ৮৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে আউট হন। জো রুট, বেন স্টোকসদের ইনিংসে ভর করেই নেদারল্যান্ডসের পরে পাকিস্তানের বিরুদ্ধেও ৩০০ রানের গন্ডিও টপকে যায় ইংল্যান্ড। নিজেদের নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তারা ৩৩৭ রান করতে সমর্থ হয়।