বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ইংল্যান্ড বধের পর মুজিবকে জড়িয়ে অঝোরে কেঁদে ফেলা বাচ্চা ছেলেটিকে জানেন? রহস্যের পর্দা সরালেন খোদ আফগান তারকা

ইংল্যান্ড বধের পর মুজিবকে জড়িয়ে অঝোরে কেঁদে ফেলা বাচ্চা ছেলেটিকে জানেন? রহস্যের পর্দা সরালেন খোদ আফগান তারকা

মুজিব উর রহমানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন দিল্লির ছোট্ট ছেলেটি।

ম্যাচ শেষে মুজিব উর রহমানকে জড়িয়ে একটি বাচ্চা ছেলেকে অঝোড়ে কাঁদতে দেখা যায়। ক্যামেরাবন্দি হয় সেই মুহূর্ত। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সর্বত্র। ভাইরাল হয়ে যায় ছবি। তার পরেই প্রশ্ন জাগে, মুজিবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা বাচ্চা ছেলেটি কে, তাই নিয়ে।

শুভব্রত মুখার্জি: রবিবার চলতি ওডিআই বিশ্বকাপের প্রথম অঘটনটি ঘটায় আফগানিস্তান দল। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলকে অনায়াসে হারিয়ে দেয় তারা। ৬৯ রানের বিরাট ব্যবধানে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে এক ঐতিহাসিক জয় তুলে নেয় আফগানিস্তান। যে কোন ফর্ম্যাট মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে এটাই ছিল আফগানিস্তানের প্রথম জয়। সেই রাতে দিল্লির গোটা স্টেডিয়াম গলা ফাটিয়েছিল আফগানদের জন্য। ম্যাচ শেষেও যেন আবেগের বিস্ফোরণ ঘটে। ম্যাচ শেষে মুজিব উর রহমানকে জড়িয়ে একটি বাচ্চা ছেলেকে অঝোড়ে কাঁদতে দেখা যায়। ক্যামেরাবন্দি হয় সেই মুহূর্ত। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সর্বত্র। ভাইরাল হয়ে যায় ছবি। তার পরেই প্রশ্ন জাগে, মুজিবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা বাচ্চা ছেলেটি কে, তাই নিয়ে। যার উত্তর দিয়ে ছোট্ট অতিথির আসল পরিচয় জানিয়েছেন মুজিব স্বয়ং।

আরও পড়ুন: সেমিফাইনালে খেলার আশা নিয়ে বিশ্বকাপে এসেছি- ইতিহাস লিখে নিজেদের লক্ষ্যের কথা ফাঁস করলেন ডাচ অধিনায়ক

আফগানিস্তানের হয়ে রবিবার অলরাউন্ড পারফরম্যান্স করেন মুজিব। ব্যাট এবং বল দুই হাতেই তান্ডব দেখান তিনি। প্রথমে আফগানিস্তানের হয়ে একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মাত্র ১৬ বলে ২৮ রান করে আউট হয়ে যান। বল হাতেও তিনি গুরুত্বপূর্ণ দু'টি ইকেট নিয়ে দলের জয়কে ত্বরানিত করেন। বিষয়টি নিয়ে বলতে গিয়ে মুজিব উর রহমান তাঁর এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘ওই বাচ্চা ছেলেটি আফগান নয়। ও একজন ছোট্ট ভারতীয় নাগরিক, যে আমাদের জয়েতে প্রবল খুশি। তার সেই আবেগ সে চেপে রাখতে পারেনি । দিল্লির এই ছোট ছেলেটির সঙ্গে সাক্ষাৎ হওয়াটা খুব আনন্দের ছিল‌ আমাদের সবার জন্য।’

আরও পড়ুন: রোহিতকে বোলিং টিপস দিয়ে একাদশের বাইরে নিজেকেই ছিটকে দিচ্ছেন অশ্বিন-নেটে হিটম্যানের হাত ঘোরানো নিয়ে দাবি মঞ্জরেকরের

প্রসঙ্গত রবিবার আফগানিস্তান প্রথমে ব্যাট করে ২৮৪ রান তোলে। দারুন ফর্মে ছিলেন রহমানউল্লাহ গুরুবাজ। তিনি ঝোড়ো একটি ৮০ রানের ইনিংস খেলেন। অধিনায়ক হাসমাতউল্লাহ শাহিদির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় গুরবাজকে। এর পর ইকরাম আলিখিল অর্ধশতরান করেন। শেষ মুহূর্তে মুজিবের আক্রমণাত্মক ২৮ রানে ভর করে ২৮৪ রান করে আফগানিস্তান। রান তাড়া করতে নেমে মাত্র ২১৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। হ্যারি ব্রুক ৬৬ এবং ডেভিড মালান ৩২ রান করেন। এছাড়া আর বলার মতন রান পাননি কোনও ইংরেজ ব্যাটার। রশিদ খান তিনটি, মুজিব দু'টি উইকেট নেন। ফলে মাত্র ২১৫ রানেই অলআউট হয়ে রায় ইংল্যান্ড।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে… নবরাত্রির মহাষ্টমীতে হয় মহাগৌরীর আরাধনা, জেনে নিন এই দিনের বিশেষ নৈবেদ্য পরমাণু অস্ত্র বর্জন করতে রাজি করিয়েছিলেন তিন দেশকে... দাবি ট্রাম্পের উৎসবে ‘না’, বাইরে বা বেরোলেও বাড়িতে কীভাবে পুজো কাটাচ্ছেন সোহিনী ভিডিয়ো-ভারতের গলি ক্রিকেটের চিত্র অস্ট্রেলিয়ার শিল্ডে! ঝোপে ঢুকে বল খুঁজলেন লিয়ঁ আরজি করে রক্তমাখা গ্লাভস! উঠল চাঞ্চল্যকর অভিযোগ, ছড়িয়েছে আতঙ্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.