শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচে দুর্দান্ত এক দলগত নজির গড়ে নিউজিল্যান্ড। অবশ্য অল্পের জন্য আরও একটি সর্বকালীন নজির হাতছাড়া হয় তাদের। নিউজিল্যান্ড বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড ভেঙে দেয়। অন্যদিকে পাকিস্তানের বোলিং বিভাগ বিস্তর রান খরচ করে এই ম্যাচে দলকে হতাশাজনক এক রেকর্ডের দিকে ঠেলে দেয়।
বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৪০১ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ড এই প্রথমবার ৪০০ রানের গণ্ডি টপকায়। সুতরাং, বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সব থেকে বেশি রানের দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড গড়ে তারা।
এর আগে বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলগত ইনিংস ছিল ৬ উইকেটে ৩৯৩ রানের। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এমন কৃতিত্ব দেখায় কিউয়িরা। চিন্নাস্বামীতে নিজেদের সেই পুরনো রেকর্ড ভেঙে দেন কেন উইলিয়ামসনরা।
ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডের সব থেকে বেশি রানের ৫টি দলগত ইনিংস:-
৬ উইকেটে ৪০১ রান: বনাম পাকিস্তান, ২০২৩।
৬ উইকেটে ৩৯৩ রান: বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৫।
৯ উইকেটে ৩৮৩ রান: বনাম অস্ট্রেলিয়া, ২০২৩।
৫ উইকেটে ৩৬৩ রান: বনাম কানাডা, ২০০৭।
৬ উইকেটে ৩৫৮ রান: বনাম কানাডা, ২০১১।
উল্লেখযোগ্য বিষয় হল, একটুর জন্য নিজেদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড গড়া হয়নি নিউজিল্যান্ডের। কিউয়িরা এই নিয়ে দ্বিতীয়বার ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ৪০০ রানের গণ্ডি টপকায়। ৫০ ওভারের ক্রিকেটে তাদের সর্বোচ্চ দলগত ইনিংস হল ২ উইকেটে ৪০২ রানের। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ইনিংস গড়ে কিউয়িরা।
সুতরাং, শনিবার পাকিস্তানের বিরুদ্ধে আর মাত্র ২ রান করলে নিজেদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করত নিউজিল্যান্ড। আরও ১ রান করলেই ছোঁয়া যেত ইতিহাস। আপাতত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ দলগত ইনিংস।
আরও পড়ুন:- ঘনঘন স্টাম্প উড়িয়েছেন হাওয়ায়, একনজরে দেখে নিন শামির বিশ্বকাপের ৪৫টি শিকার- ভিডিয়ো
ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে নিউজিল্যান্ডের সব থেকে বেশি রানের ৫টি দলগত ইনিংস:-
২ উইকেটে ৪০২ রান: বনাম আয়ারল্যান্ড, ২০০৮।
৬ উইকেটে ৪০১ রান: বনাম পাকিস্তান, ২০২৩।
৫ উইকেটে ৩৯৮ রান: বনাম ইংল্যান্ড, ২০১৫।
৫ উইকেটে ৩৯৭ রান: বনাম জিম্বাবোয়ে, ২০০৫।
৬ উইকেটে ৩৯৩ রান: বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৫।
অন্যদিকে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে কোনও দল ৪০০ রানের দলগত ইনিংস গড়ে তোলে। অর্থাৎ, নিজেদের বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সব থেকে বেশি রান খরচ করার সর্বকালীন রেকর্ড গড়ে ফেলে পাকিস্তান। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে সব থেকে বেশি রানের দলগত ইনিংস গড়ার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। তারা চলতি বিশ্বকাপেই পাকিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটে ৩৬৭ রান তোলে।
পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি রানের ৫টি দলগত ইনিংস:-
৬ উইকেটে ৪০১ রান: নিউজিল্যান্ড, ২০২৩।
৯ উইকেটে ৩৬৭ রান: অস্ট্রেলিয়া, ২০২৩।
৯ উইকেটে ৩৪৪ রান: শ্রীলঙ্কা, ২০২৩।
৫ উইকেটে ৩৩৬ রান: ভারত, ২০১৯।
৯ উইকেটে ৩৩৪ রান: ইংল্যান্ড, ২০১৯।
ওয়ান ডে ক্রিকেটের সার্বিক ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে এই নিয়ে দ্বিতীয়বার কোনও দল ৪০০ রানের গণ্ডি টপকায়। এর আগে ২০১৬ সালে নটিংহ্যামে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড তোলে ৩ উইকেটে ৪৪৪ রান। সুতরাং, ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রান খরচের হতাশাজনক নজির গড়ে পাকিস্তান।
পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি রানের ৫টি দলগত ইনিংস:-
৩ উইকেটে ৪৪৪ রান: ইংল্যান্ড, ২০১৬।
৬ উইকেটে ৪০১ রান: নিউজিল্যান্ড, ২০২৩।
৬ উইকেটে ৩৯২ রান: দক্ষিণ আফ্রিকা, ২০০৭।
৩ উইকেটে ৩৭৩ রান: ইংল্যান্ড, ২০১৯।
৫ উইকেটে ৩৬৯ রান: নিউজিল্যান্ড, ২০১৫।