শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে নিউজিল্যান্ড দল। প্রথম দুটি ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স করেছে কিউয়ি বিগ্রেড। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকে তারা কার্যত উড়িয়ে দিয়েছে। ৯ উইকেটের বিরাট বড় ব্যবধানে জয় পেয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচেও হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা ডাচদের বিরুদ্ধে ৯৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে। তাদের এই জয়ের অন্যতম নায়ক ছিলেন মিচেল স্যান্টনার। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই ডাচদের বিরুদ্ধে বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। আর বল হাতে প্রথম কিউয়ি স্পিন বোলার হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে তিনি স্পর্শ করেছেন যুবরাজ সিং এবং শাকিব আল হাসানের নজিরকে।
ওডিআই বিশ্বকাপের ইতিহাসে এর আগে মাত্র দুজন বাঁহাতি বোলার ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। তারা হলেন যুবরাজ সিং এবং শাকিব আল হাসান। সেই নজির এবার স্পর্শ করেছেন মিচেল স্যান্টনার। ২০১১ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে যুবরাজ সিং বেঙ্গালুরুতে ৩১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। ২০১৯ সালে সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে শাকিব আল হাসান ২৯ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। আর এদিন হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৯ রান দিয়ে পাঁচ উইকেট নেন স্যান্টনার।
প্রসঙ্গত এর আগে বাঁহাতি কিউয়ি স্পিনার হিসেবে বিশ্বকাপের ম্যাচে সেরা স্পেল ছিল ড্যানিয়েল ভেট্টোরির। তিনি ৪ উইকেট নিয়েছিলেন এক ম্যাচে। এদিন ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস, রউলেফ ভ্যান ডার মারওয়ে এবং রায়ান ক্লেইনকে আউট করে দেন স্যান্টনার। পাশাপাশি এদিন নিউজিল্যান্ডের স্পিনার হিসেবে ওডিআইতে সর্বাধিক পাঁচ উইকেট নেওয়ারও নজির স্পর্শ করেছেন তিনি। দুইবার এই কৃতিত্ব দেখিয়ে তিনি স্পর্শ করেছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে। এই তালিকায় একবার করে পাঁচ উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন ইশ সোধি এবং ম্যাথু হার্টও। তবে এদিন শুধু বল হাতেই নয় ব্যাট হাতে ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন মিচেল স্যান্টনার। মাত্র ১৭ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার এবং দুটি ছয় দিয়ে।