বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > India's best fielder against Netherlands: DRS-র মতো নমিনেশন, প্রথা ভেঙেই হল সেরা ফিল্ডারের নাম ঘোষণা, কপাল খারাপ রোহিতের

India's best fielder against Netherlands: DRS-র মতো নমিনেশন, প্রথা ভেঙেই হল সেরা ফিল্ডারের নাম ঘোষণা, কপাল খারাপ রোহিতের

সেরা ফিল্ডারের পদক জেতায় 'অত্যাচার' স্কাইকে। (ছবি সৌজন্যে বিসিসিআই)

প্রতিবার ভাবা হয় যে এবার কীভাব সেরা ফিল্ডারের নাম ঘোষণা করবেন ভারতীয় ফিল্ডিং কোচ। আর প্রতিবারই চমক দেন তিনি। নেদারল্যান্ডসের ম্যাচের পরও ব্যতিক্রম হল না। ডিআরএসের ধাঁচে নমিনেশন ঘোষণা করেন তিনি। তারপর বিশ্বকাপের মধ্যেই মাঠে ‘সূর্য’ নামিয়ে আনেন।

ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ধাঁচে করা হল নমিনেশনের নাম ঘোষণা। তারপর দিওয়ালির রাতে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামের মাঠে ‘সূর্য’ নামিয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের সেরা ফিল্ডারের নাম ঘোষণা করা হল। আর সেই সেরা ফিল্ডার নির্বাচিত হলেন সূর্যকুমার যাদব। মাঠে প্ল্যাকার্ডের মাধ্যমে সূর্যের নাম দেখানো হতেই যথারীতি উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। তাঁকে জাপটে ধরিয়ে তুমুল লাফাতে থাকেন ইশান কিশান, শুভমন গিল, মহম্মদ সিরাজরা। বাকিরাও উচ্ছ্বাসে ভেসে যান। কিন্তু এবার একটা প্রথা ভঙ্গ হয়েছে। এতদিন সেরা ফিল্ডারের মেডেল পরিয়ে দিতেন আগেরবারের ‘উইনার’। কিন্তু এবার সেটা হয়নি। গত ম্যাচে রোহিত শর্মা সেরা ফিল্ডার নির্বাচিত হলেও এবার সূর্যকে পদক পরিয়ে দেননি ভারতীয় অধিনায়ক। বরং সেই কাজের জন্য অন্য একজনকে বেছে নেন ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ। সেইসঙ্গে আরও একটি প্রথাভঙ্গ করা হয়েছে।

এবার যে দুটি প্রথাভঙ্গ যে হচ্ছে, তা 'মেডেল সেরিমনি'-র আগেই ঘোষণা করে দেওয়া হয়। ভারতের ফিল্ডিং কোচ বলেন, ‘আমরা যেরকমভাবে (সেরা ফিল্ডারের নাম) ঘোষণা করতাম, সেটায় সামান্য পরিবর্তন করা হচ্ছে। আমরা সাধারণত (ড্রেসিংরুমের) বাইরে গিয়ে জয়ীর নাম ঘোষণা করি। আর কারা কারা লড়াইয়ে আছে, সেটা এখানেই (ড্রেসিংরুমে) ঘোষণা করি। আজ আমরা পুরোটাই বাইরে করব। কিন্তু বাইরে যাওয়ার আগে আমি কালভির এবং আমাদের মিডিয়া ম্যানেজার আনন্দকে ধন্যবাদ জানাতে চাই। এটা বাস্তবায়নের জন্য তাঁরা দারুণ কাজ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আজ একজন বিশেষ অতিথি আছে। যে আজ মেডেল তুলে দেবে। যে লোকচক্ষুর অন্তরালে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। দ্বৈত ভূমিকা পালন করছে। বিশেষত ফিল্ডিংয়ে ও আমার ডান কাঁধ, আমার সবকিছু। আজ মেডেল তুলে দেবে নুয়ান।’ যা শুনে তুমুল হাততালি দিতে থাকেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, দিলীপরা। বাকিদের উচ্ছ্বাসের শব্দও শোনা যায়।

আরও পড়ুন: World Cup 2023: ভয়ডরহীন রোহিত, ২০ ওভারেই ‘অর্ধেক’ ম্যাচ জয়- কোন ৯ কারণে বিশ্বকাপে অপরাজিত ভারত?

তারইমধ্যে দলের সকলকে ড্রেসিংরুমের বাইরে যেতে বলেন ভারতের ফিল্ডিং কোচ। নিয়ে যান মাঠে। তারপর ডিআরএসের কায়দায় নমিনেশনের নাম ঘোষণা করা হয়। ডিআরএসের সময় যেভাবে তৃতীয় আম্পায়ার বিভিন্ন মুহূর্ত দেখিয়ে দেখেন, সেরকম কায়দায় তিন নমিনেশনের নাম ঘোষণা করেন ফিল্ডিং কোচ। জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় যে সেরা ফিল্ডারের পদক পাওয়ার দৌড়ে আছেন রবীন্দ্র জাদেজা, কেএল রাহুল এবং সূর্যকুমার।

সেই পরিস্থিতিতে সবাই ভেবেছিলেন যে জায়ান্ট স্ক্রিনে সেরা ফিল্ডারের নাম ভেসে উঠবে। কিন্তু সেটা হয়নি। বরং বড়পর্দায় দেখানো হয় যে ‘ডিসিশন পেন্ডিং’। তারপর মাঠের মধ্যে প্ল্যাকার্ড তুলে ‘SURYA’-র নাম তুলে ধরা হয়। সেজন্য পাঁচজন ছিলেন। প্রথমজনের হাতে ছিল 'S' লেখা প্ল্যাকার্ড। বাকিদের হাতে U, R, Y এবং A লেখা প্ল্যাকার্ড ছিল। আর সেই নাম দেখানো হতেই ভালোবাসার অত্যাচারে ভেসে যান সূর্য। তাঁকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন সতীর্থরা।

তারইমধ্যে ‘মেডেল সেরিমনি’-র সূর্যকে ডেকে নেন ভারতীয় ফিল্ডিং কোচ। তাঁকে মেডেল পরিয়ে দেওয়া হয়। মেডেল পেয়ে রীতিমতো আপ্লুত হয়ে যান স্কাই। তারপর ভারতের ফিল্ডিং কোচকে জড়িয়ে তিনি বলেন, ‘ও এক বছর ধরে আমার পিছনে পড়ে আছে। অবশেষে এই পুরস্কার পেলাম।’ তারপর যাঁরা প্ল্যাকার্ডের মাধ্যমে তাঁর নাম তুলে ধরেন, তাঁদের সঙ্গে হাত মেলান সূর্য। অন্যান্যরাও চলে আসেন। তাঁদের সঙ্গে ছবি তোলেন।

আরও পড়ুন: India's performance in World Cup 2023: ‘কঠিনতম’ জয় NZ-র বিরুদ্ধে, ৯ ম্যাচে কীভাবে জিতল ভারত? সর্বাধিকবার সেরা হয়েছে কে?

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

কবিগুরুর শ্রদ্ধাজ্ঞাপনে সংসদে দেখা গেল না বিজেপির সাংসদের, সমালোচনায় তৃণমূল থাকবে না খুচরোর ঝক্কি, এবার ইউপিআই দিয়ে কাটা যাবে মেট্রোর টিকিট, মহড়া সম্পন্ন ৪৪ কোটি দিয়ে জাহ্নবীর বাড়ি কিনতে শাহরুখই সাহস জুগিয়েছিলেন রাজকুমারকে! অক্ষয় তৃতীয়ায় ২ রাজযোগে ৩ রাশির ভাগ্য চমকাবে, আয় বাড়বে, আসবে নতুন সুযোগ ঢাকা থাকল সত্য? সিসি ফুটেজে অভিযোগকারিণীকে দেখাল রাজভবন! কী বললেন তরুণী? মহামারীর ভয়াবহতার গল্প বলবেন অনুষা-ঋতব্রত, গৌতমের হাতে প্রকাশিত ছবির পোস্টার সন্দেশখালি: উঠছে বহু অভিযোগ, প্রশ্ন! রেখা পাত্রকে নিয়ে ভাইরাল নয়া ভিডিয়ো ৭৮ যাত্রীকে নিয়ে রানওয়েতে ছিটকে গেল বিমান, সেনেগালে দুর্ঘটনায় আহত ১১ IPL-এর শেষ ২ ম্যাচে নেতৃত্ব ছাড়ছেন রাহুল! পরের মরশুমে লোকেশকে ছাড়ার পথে LSG ভালো নম্বর হল না যাদের, তাদের কী হবে?উচ্চমাধ্যমিকের পর কলেজে ভর্তি নিয়ে চিন্তা!

Latest IPL News

IPL-এর শেষ ২ ম্যাচে নেতৃত্ব ছাড়ছেন রাহুল! পরের মরশুমে লোকেশকে ছাড়ার পথে LSG IPL-কলকাতায় ভারি বৃষ্টির জের,ইডেনে নামা হল না নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের পিচে গড়াগড়ি খেয়েও ছক্কার পর ছক্কা হাঁকালেন রঘুবংশী, KKR শেয়ার করল দারুণ ভিডিয়ো আইপিএলের মতো রান উঠবে না T20 বিশ্বকাপে, ক্রিকেটারদের বার্তা পিচ কিউরেটরের সবাই ভাবত লাল বলেই শুধু সাফল্য পাবেন, কীভাবে লোকের ভুল ভাঙালেন, জানালেন রাহুল বিরাটকে চার নম্বরে পাঠিয়ে সূর্যকে তিনে পাঠাও, ভারতীয় দলকে উপদেশ ব্রায়ান লারার IPL 2024-পডকাস্ট চলাকালীন হঠাৎই হাজির বিরাট, ঘাবড়ে গেলেন রাবাদা! দেখুন ভিডিয়ো প্রায় তিন বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ওয়াংখেড়েতে, হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ KKR ম্যাচে জার্সির রং বদলাচ্ছে শুভমন গিলের গুজরাট, ভাগ্য ফেরাতে নয়, মহৎ কারণে ভারতীয় দলের তারকা ওপেনারের বিরুদ্ধে তোপ শামির, কী বললেন আহত পেসার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.