গত সপ্তাহে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের চুতুর্থ ম্যাচে জো রুটের ক্যাচ ধরতে গিয়ে ডানহাতের বুড়ো আঙুলে চোট পান টিম সাউদি। সঙ্গে সঙ্গেই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তারপরই চোটের জায়গায় এক্স-রে করা হয়। সেখানেই ধরা পড়ে কিউয়ি এই পেসারের বুড়ো আঙুলে চিড় ধরেছে। ফলে বিশ্বকাপের আগে বেশ কিছুটা হলেও সমস্যায় পড়ে যায় টিম নিউজিল্য়ান্ড। কারণ সাউদি নিউজিল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর বুড়ো আঙুলে চিড় ধরা যে বেশ কিছুটা হলেও নিউজিল্যান্ডকে সমস্যায় ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।
যদিও তিনি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন কিনা তা এখনও সরকারি ভাবে কিউয়ি ক্রিকেট বোর্ড জানায়নি। কারণ বিশ্বকাপ শুরু হতে বেশ কয়েক দিন দেরি রয়েছে। যদিও তা হাতে গোনা আর কয়েক দিন। তাও শেষ পর্যন্ত দেখতে চাইছে তারা। তবে এবার কিউয়ি পেসারের চোট দেখে চিকিৎসকরা সেখানে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন। ক্রিকইনফোর প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। ফলে বিশ্বকাপের আগে যে এ এক বড় ধাক্কা তা বলার রাখে না।
তবে সাউদি বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, তা ঠিক হবে আগামী সপ্তাহে। মনে করা হচ্ছে তাড়াতাড়ি সাউদির অস্ত্রোপচার করা হতে পারে। কারণ বিশ্বকাপের কথা মাথায় রেখে, কিউয়ি বোর্ড কোনও দেরি করতে চাইছে না। তবে অস্ত্রোপচার করার পর তিনি কতটা খেলতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে। কারণ সাউদির ফিট হয়ে উঠতে ঠিক ভাবে বল করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। সেক্ষেত্রে বিশ্বকাপ শুরু হয়ে যেতে পারে।
ক্রিকেট মহল মনে করছে যদি এই সপ্তাহে সাউদির অস্ত্রোপচার করা হয়, সেক্ষেত্রে হয়তো বিশ্বকাপের প্রথম দিকের কয়েকটি ম্যাচ তিনি খেলতে পারবেন না। সেক্ষেত্রে কয়েকটি ম্যাচ খেলার পর তিনি দলের সঙ্গে যোগ দেবেন। যদিও সেটাও তাহলে কিছুটা হলেও চাপ কমবে নিউজিল্যান্ড দলের। তবে সব কিছু ঠিক হবে আগামী সপ্তাহে। সাউদির এই চোটের ফলে যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চিন্তা বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই আমদাবাদের নরেদ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। গতবাবের দুই ফাইনালিস্টদের খেলা দেখতে মরিয়া গোটা বিশ্ব। কিন্তু বিশ্বকাপের আগে সাউদির চোট সমস্যা যেমন বাড়িয়েছে, ঠিক তেমনই অনিশ্চিত হয়ে পড়েছেন। এখন এটাই দেখার আগামী সপ্তাহে নিউজিল্যান্ড বোর্ড কী ঘোষণা করে।