মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুম শুরুর আগেই বড় উপহার পেলেন দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের ক্যাপ্টেন মেগ ল্যানিং। আসলে মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন শাহরুখ খান। সেই কারণে তিনি মাঠে উপস্থিত হয়েছেন। সেখানে তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানেই দিল্লি দলও উপস্থিত ছিল। শাহরুখকে সামনে থেকে দেখে কাছে এগিয়ে যান মেগ ল্যানিং। তারপরে যেটা হল সেটা গোটা দুনিয়া সাক্ষাী থাকল। শাহরুখ খানের সঙ্গে বিখ্যাত পোজ করলেন মেগ ল্যানিং। এই পোজটি তিনি গত বছর WPL-এ করেছিলেন, এবং তখনই বোঝা গিয়েছিল শাহরুখ খানের কত বড় ভক্ত হলেন মেগ ল্যানিং।
ভারতের মহিলা প্রিমিয়ার লিগের প্রথম মরশুমের একটি ভিডিয়ো ২০২৩ সালে সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাবে ভাইরাল হয়েছিল। আসলে, এই ভিডিয়োটি দিল্লি ক্যাপিটালসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছিল। এরপর দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড় জেমিমা রড্রিগেজ টুইটারে ভিডিয়োটি রিটুইট করেছিলেন। ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে জেমিমা রড্রিগেজ সহ দিল্লি ক্যাপিটালসের প্রায় সব খেলোয়াড়কে দেখা গিয়েছিল, তবে ভিডিয়োর শেষে শাহরুখ খানের বিখ্যাত পোজটি দেখিয়েছিলেন দলের অধিনায়ক মেগ ল্যানিং। এই ভিডিয়োতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে শাহরুখ খানের স্টাইলকে কপি করতে দেখা গিয়েছিল।
সেই সময়ে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়েছিল। এই সময়ে জেমিমা জানিয়েছিলেন মেগ ল্যানিং হলেন শাহরুখ খানের বড় ভক্ত। এক বছর যেতে না যেতেই নিজের প্রিয় নায়কের সঙ্গে দেখা করলেন মেগ ল্যানিং। শুধু দেখা করাই নয়, কিং খানের সঙ্গে তাঁর বিখ্যাত পোজটির কপি করেন। এই ভিডিয়োটি পোস্ট করে দিল্লি ক্যাপিটালস। এই ভিডিয়োটি পোস্ট করে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে লেখা হয়েছে, ‘বলা হয়ে থাকে যদি কোনও জিনিস তুমি মন থেকে চাও, তাহলে সেটি পেতে কেউই তোমাকে আটকাতে পারবে না, কারণ পুরো দুনিয়া তোমার কাছে সেটিকে নিয়ে আসবে।’ এরপরে লেখা রয়েছে, ‘রাজার সঙ্গে রানির সাক্ষাত।’
আসলে সুপারস্টার শাহরুখ খান মহিলা প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দ্বিতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রস্তুত। ডব্লিউপিএলের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে তারকা-খচিত বিষয়। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য প্রস্তুত, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিয়োতে শাহরুখ খানকে নাচের অনুশীলন করতে দেখা যায়। ভিডিয়োতে তাঁকে তার আইকনিক পোজ দিতেও দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে শুধু শাহরুখ নয়, শাহিদ কাপুর, কার্তিক আরিয়ান, বরুণ ধাওয়ান এবং টাইগার শ্রোফও পারফর্ম করবেন। বুধবার, ডব্লিউপিএলের সোশ্যাল মিডিয়া টিম শেয়ার করেছে যে কিং খানকে ডাব্লুপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে তারকা পারফর্মার হিসেবে নির্বাচিত করা হয়েছে।