তাঁর প্রাক্তন সহযোগী কুমার বিশ্বাস এখন তাঁর অন্যতম বড় সমালোচক। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সুর চড়িয়ে কুমার বিশ্বাস দাবি করেছেন যে, ক্ষমতায় আসতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সমঝোতা করতেও পিছপা হননা কেজরিওয়াল। এরপরই কার্যত ক্ষোভে ফুঁসে ওঠেন কেজরিওয়াল। পঞ্জাব ভোটের আগে তিনি বক্তব্য রাখতেই শুরু হয়েছে আরও এক নয়া বিতর্ক।
বক্তব্যে নিজেকে ভগত সিংয়ের ভক্ত বলে দাবি করেন কেজরিওয়াল। তিনি বলেন, ' ব্রিটিশরা ভগত সিংকে ভয় পেত। আর তাই তাঁকে সন্ত্রাসবাদী বলা হত। আমি ভগত সিংয়ের ভক্ত।' কেজরিওয়ালের এমন বক্তব্যের পরই বিজেপির তরফে গৌতম গম্ভীরও পাল্টা পোস্ট করেন। কটাক্ষ বাণে বেঁধেন দিল্লির মুখ্যমন্ত্রীকে। গৌতমন লেখেন, '
ভগৎ সিং নিজের শরীর টুকরো টুকরো করে ফেলেছিলেন, কিন্তু নিজের দেশকে টুকরো টুকরো হতে দিলেন না! ক্ষমতার জন্য তার নাম অবলম্বন করাটা লজ্জারও শামিল!' এদিকে, শিবসেনার তরফেও অরবিন্দ কেজরিওয়ালের চরম সমালোচনা করা হয়। শিবসেনার তরফে প্রিয়াঙ্কা চতুর্বেদী লেখেন,'দয়া করে আপনার রাজনীতির জন্য নিজেকে ভারত মাতার সাহসী পুরুষ শহীদ ভগৎ সিং-এর সাথে তুলনা করবেন না।'
|#+|
এদিকে ছেড়ে কথা বলেনি কংগ্রেসও। পঞ্জাবের ভোট রণাঙ্গনে মূলত, কংগ্রেসকে 'কাঁটে কা টক্কর' দিতে প্রস্তুতি নিচ্ছে আপ। সেই জায়গা থেকে এক টুইটে কংগ্রেস লেখে, ' আমরা অরবিন্দ কেজরিওয়ালের নিজের সঙ্গে শহীদ ভগৎ সিং এর তুলনা করার আপত্তি জানাই।'এরপর পঞ্জাব কংগ্রেস তার টুইটে লেখে,' মাদক ব্যবসায় কুখ্যাত অপরাধী মাজিথিয়ার কাছে ক্ষমা চেয়েছেন কেজরিওয়াল। তিনি ভোটের জন্য পাঞ্জাব বিরোধী সন্ত্রাসীদের সাথেও যোগসাজশ করেছেন।' উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কেজরিওয়ালের সম্পর্ক নিয়ে যে অভিযোগ কুমার বিশ্বাস আগে করেছেন, তার নিরিখে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে।