অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং সিকিমের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার কমিশনের তরফে জানানো হয়েছে যে লোকসভা নির্বাচনের সঙ্গেই চারটি রাজ্যের বিধানসভা নির্বাচন চলছে। তিনটি রাজ্যে একদফায় ভোটগ্রহণ হবে। শুধুমাত্র চারটি দফায় ভোটগ্রহণ হবে ওড়িশায়। আর লোকসভা নির্বাচনের মতোই ওই চারটি রাজ্যে আগামী ৪ জুন ভোটগণনা হবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।
অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট
উত্তর-পূর্ব ভারতের রাজ্যে অরুণাচল প্রদেশে মোট বিধানসভা আসনের সংখ্যা হল ৬০। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এবার অরুণাচলে একটি দফায় ভোটগ্রহণ হবে। ১৯ এপ্রিল ভোটগ্রহণ হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ৪১টি আসনে জিতেছিল বিজেপি। সাতটি আসনে জিতেছিল জনতা দল (ইউনাইটেড)। ন্যাশনাল পিপলস পার্টির ঝুলিতে গিয়েছিল পাঁচটি আসন। কংগ্রেস চারটি আসনে জিতেছিল। পিপলস পার্ট অফ অরুণাচল একটি আসনে এবং নির্দলরা দুটি আসনে জিতেছিল। তার ফলে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০১৯ সালের ২৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন পেমা খান্ডু। এবারও তাঁকে টিকিট দিয়েছে বিজেপি। তবে ২০১৯ সালে ৫৭টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি আসনে জিতেছিল বিজেপি।
অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট
অন্ধ্রপ্রদেশে মোট বিধানসভা আসনের সংখ্যা হল ১৭৫। কমিশনের তরফে জানানো হয়েছে, এবার অন্ধ্রপ্রদেশে একটি দফায় ভোটগ্রহণ হবে। ১৩ মে ভোটগ্রহণ হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
পৃথক তেলাঙ্গানা গঠনের পরে ২০১৯ সালে বিধানসভা নির্বাচন হয়েছিল নয়া অন্ধ্রপ্রদেশে। ১৫১টি আসনে জিতেছিল ওয়াইএসআরসিপি। তেলুগু দেশম পার্টির (টিডিপি) ঝুলিতে গিয়েছিল ২৩টি আসন। কংগ্রেস এবং বিজেপি কোনও আসনে জেতেনি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ওয়াইএস জগনমোহন রেড্ডি। ২০২৪ সালে অবশ্য জোট করে লড়াই করতে চলেছে বিজেপি, টিডিপি এবং অভিনেতা পবন কল্যাণের জনসেনা পার্টি।
ওড়িশার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট
পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশায় মোট বিধানসভা আসনের সংখ্যা হল ১৪৭। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৭৪। এবার ওড়িশায় চারটি দফায় বিধানসভায় ভোট হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটগ্রহণ হবে ১৩ মে। আগামী ২০ মে হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তৃতীয় দফার ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে। আর চতুর্থ দফার ভোটগ্রহণ হবে আগামী ১ জুন।
২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ১১২টি আসনে জিতেছিল বিজু জনতা দল (বিজেডি)। ২৩টি আসনে জিতেছিল বিজেপি। ন'টি আসনে জিতেছিল কংগ্রেস। স্বভাবতই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ওড়িশায় সরকার গঠন করেছিলেন নবীন পট্টনায়েক। তাঁর সরকারের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ জুন।
সিকিমের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট
পশ্চিমবঙ্গের আরও একটি পড়শি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। মোট আসনের সংখ্যা হল ৩২। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ১৭। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার সিকিমে একটি দফায় ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ হবে ১৯ এপ্রিল।
আপাতত সিকিমের কুর্সিতে আছে সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)। মুখ্যমন্ত্রী হলেন প্রেম সিং তামাং। হাতে আছে ১৭ জন বিধায়ক। একটি দফায় দশম বিধানসভা নির্বাচন (২০১৯ সাল) হয়েছিল সিকিমে। লোকসভা ভোটের মধ্যেই পাহাড়ি রাজ্যের কুর্সি দখলের জন্য সিকিম ক্রান্তিকারী মোর্চা এবং সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের লড়াই হয়েছিল। ১৭টি আসনে জিতেছিল সিকিম ক্রান্তিকারী মোর্চা। সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের ঝুলিতে গিয়েছিল ১৫টি আসন।
আরও পড়ুন: Lok Sabha Vote 2024: নাটকীয় সাতদিন, ২৪ ঘণ্টায় কতটা শিখলেন নতুন নির্বাচন কমিশনার? অগ্নিপরীক্ষা আজই