বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Basavraj Bommai on Karnataka Election Result: ভোটগণনা চলাকালীনই হার মানলেন কর্ণাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বোম্মাই

Basavraj Bommai on Karnataka Election Result: ভোটগণনা চলাকালীনই হার মানলেন কর্ণাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বোম্মাই

বাসবরাজ বোম্মাই (PTI)

বোম্মাই বলেন, লোকসভা নির্বাচনের আগে দলকে আত্মবিশ্লেষণ করে ফাঁক মেটাতে হবে। তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ ফল এলে আমরা খতিয়ে দেখব যে কোথায় আমরা পিছিয়ে পড়েছি। আমরা এই ফলের বিশ্লেষণ করে আরও শক্তিশালী ভাবে ফিরে আসব।’

'আমরা সেভাবে ছাপ ফেলতে পারিনি', কর্ণাটকে ভোট গণনা চলাকালীনই কার্যত হার মেনে নিয়ে বললেন সেরাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, লোকসভা নির্বাচনের আগে দলকে আত্মবিশ্লেষণ করে ফাঁক মেটাতে হবে। তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ ফল এলে আমরা খতিয়ে দেখব যে কোথায় আমরা পিছিয়ে পড়েছি। আমরা এই ফলের বিশ্লেষণ করে আরও শক্তিশালী ভাবে ফিরে আসব।’

উল্লেখ্য, আজ সকালে ভোট গণনার পর থেকেই কর্ণাটকে এগিয়ে রয়েছে কংগ্রেস। দুপুর সাড়ে ১২টা নাগাদ যখন বোম্মাই নিজের হার মেনে নেন, সেই সময় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য বলছে, কংগ্রেস ১২৯টি আসনে এগিয়ে বা জিতে গিয়েছে। বিজেপি দাঁড়িয়ে ৬৭টি আসনে। এদিকে জেডিএস-এর আসন সংখ্যা কমে ২২-এ গিয়ে ঠেকেছে।

এদিকে কর্ণাটকে পিছিয়ে পড়েও ততটা জমি হারায়নি বিজেপি। তবে জেডিএস-এর ভোটে থাবা বসিয়েছে কংগ্রেস। এই আবহে এই শতাব্দীতে কর্ণাটকে প্রথমবার কোনও দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে কোনও দল। গতবার বিজেপি ১০৪টি আসনে জিতেছিস। এবার সেই পরিসংখ্যানের তুলনায় অনেকটাই পিছিয়ে গেরুয়া শিবির। তবে দক্ষিণ কর্ণাটকে অনেকটাই জমি হারিয়েছে জেডিএস। যার সরাসরি লাভ মিলেছে কংগ্রেস। এদিকে ভোট শতাংশ ধরে রেখেও হারছে বিজেপি। এবার বিজপির ঝুলিতে গিয়েছে ৩৬ শতাংশ ভোট। এর আগের নির্বাচনেও ৩৬ শতাংশের আশেপাশেই ভোট পেয়েছিল হাত শিবির।

দেখা গিয়েছে, দক্ষিণ কর্ণাটক বা মাইসোর এলাকায় বিজেপি সেভাবে ছাপ ফেলতে পারেনি। এই অঞ্চলে মাত্র ৪টি আসনে এগিয়ে গেরুয়া শিবির। কংগ্রেস এই অঞ্চলে এগিয়ে ৩২টি আসনে। এদিকে দক্ষিণ কর্ণাটক জেডিএস-এর গড় হিসেবে পরিচিত। তবে জেডিএস সেখানে ভোট হারিয়েছে। তারা মাত্র ২১টি আসনে এগিয়ে এই অঞ্চলে। মধ্য কর্ণাটকে এগিয়ে কংগ্রেস। এই অঞ্চলে ৭টি আসনে বিজেপি এগিয়ে। ১১টি আসনে এগিয়ে কংগ্রেস। হায়দরাবাদ-কর্ণাটকেও অনেকটাই এগিয়ে কংগ্রেস। এই অঞ্চলে কংগ্রেস এগিয়ে ২৩টি আসনে। ১১টি আসনে এগিয়ে বিজেপি। এই অঞ্চলে জেডিএস খাতা খুলতে পারে।

এদিকে কর্ণাটকে সার্বিক ভাবে পিছিয়ে পড়লেও বেঙ্গালুরু এলাকায় এগিয়ে বিজেপি। এই অঞ্চলের ১৯টি আসনে এগিয়ে গেরুয়া শিবির। আটটি আসনে এগিয়ে কংগ্রেস। জেডিএস আগিয়ে মাত্র ১টি আসনে। এছাড়া উপকূলীয় কর্ণাটকেও এগিয়ে বিজেপি। এই অঞ্চলে ১৪টি আসনে এগিয়ে বিজেপি। ৫টি আসনে এগিয়ে কংগ্রেস। এই অঞ্চল থেকেই সূচনা হয়েছিল হিজাব বিতর্কের। অপরদিকে উত্তর কর্ণাটকে বিজেপি অনেকটাই জমি হারিয়েছে। এই অঞ্চলে ৩২টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে মাত্র ১৭টি আসনে।

 

বন্ধ করুন