পুরভোটে তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে যারা বিক্ষোভ করছে তারা সব বিজেপি আর সিপিএমের লোক। তৃণমূলের ছেলেরা কেউ বিক্ষোভ দেখাতে পারে না। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন দলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। যা পালটা কটাক্ষে উড়িয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ।
জ্যোতিপ্রিয় বলেন, 'কোনও বিক্ষোভ নেই। কেউ কেউ ক্রিয়েট করছে। এই ক্রিয়েট করে কোনও লাভ হবে না। ওসব হয় না আমাদের দলে’।
জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, ‘এগুলো সিপিএম – কংগ্রেস – বিজেপির খেলা। এই খেলাগুলো করাচ্ছে। তার পর প্রেসকে ডেকে দিচ্ছে এরা। ওরাই টায়ার জ্বালাচ্ছে আর তৃণমূলের নামে দেখাচ্ছে। তৃণমূলের কোনও ছেলে বিক্ষোভ দেখায়নি। সিপিএম – বিজেপি প্ল্যান করে করছে এগুলো’।
বনমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘এতদিন বলছিল বিজেপি বলে কিছু নেই। দলটা শেষ হয়ে গিয়েছে। বিজেপির এত ক্ষমতা হয়ে গিয়েছে যে তৃণমূলের ভিতরে লোক ঢুকিয়ে গণ্ডগোল করে দিচ্ছে? এসব উল্টোপাল্টা বকে বলেই ওকে বনে পাঠিয়েছেন দিদি’।