বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > চুঁচুড়ায় প্রার্থী বিভ্রাট, 'তৃণমূলের টিকিট ডিয়ার লটারির মতো' কটাক্ষ বিজেপির

চুঁচুড়ায় প্রার্থী বিভ্রাট, 'তৃণমূলের টিকিট ডিয়ার লটারির মতো' কটাক্ষ বিজেপির

প্রার্থী বিভ্রাট চুঁচুড়ায়, 'তৃণমূলের টিকিট ডিয়ার লটারির মত' কটাক্ষ বিজেপির।  (HT_PRINT)

প্রথমে মণিদীপা সরকারের নাম থাকা সত্বেও রাতারাতি তাঁর নাম বদলে রিতা দাস দত্তকে প্রার্থী করা হল।

প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলে টানাপোড়েন অব্যাহত রয়েছে। তারই মাঝে এবার তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে সমস্যা দেখা দিল চুঁচুড়ায়। প্রার্থী তালিকায় একেবারে প্রথমে নাম থাকা সত্ত্বেও রাতারাতি বদলে গেল সেই তালিকা। এমন ঘটল চুঁচুড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। যেখানে একবারে প্রথমে মণিদীপা সরকারের নাম থাকা সত্বেও রাতারাতি তাঁর নাম বদলে রিতা দাস দত্তকে প্রার্থী করা হল। তা কোন ভাবেই মানতে চাইছেন না মণিদীপা সরকারের সমর্থক অনুগামীরা। কেউই সুযোগ হাতছাড়া করতে চাইছে না। এই অবস্থায় চুঁচুড়ায় প্রার্থী তালিকা নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে।

ক্ষোভে ফেটে পড়েছেন মণিদীপা সরকারের সমর্থক অনুগামীরা। স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে বিক্ষোভ করেন তাঁর সমর্থক অনুগামীরা।অন্যদিকে, রিতা দাস দত্তও এই সুযোগ হাতছাড়া না করে তাঁকে দলের প্রার্থী করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি চলে যান তিনি। এর পরে রিতা দাস দত্তের নামে দেওয়াল লিখন শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, 'আমাকে দল প্রার্থী করেছে। পার্থবাবু তা নিশ্চিত করেছেন।' অন্যদিকে, দলের এই সিদ্ধান্তকে কোনওভাবেই মেনে নিতে পারছে না মণিদীপা সরকারের সমর্থক এবং অনুগামীরা। তাঁর হয়েও দেওয়াল লিখন কাজ চলছে। 

একই ওয়ার্ডে একই দলের দুজন প্রার্থী কিভাবে হতে পারে? তাই না এখন চলছে দ্বন্দ্ব। যদিও এ বিষয়ে স্থানীয় বিধায়ক অসিত মজুমদার বলেছেন, 'দলই ঠিক করবে কে প্রার্থী হবে?' আর দলের এই কোন্দলকে হাতছাড়া করতে চাইনি বিজেপি। বিজেপি নেতা সুরেশ সাউ তৃণমূলের টিকিটকে ডিয়ার লটারির সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, 'যে তৃণমূলের টিকিট পাবে সেই কোটিপতি হবেন। আর সেই সুযোগ কেউ হাতছাড়া করতে চাইছে না। তাই দলের মধ্যে দ্বন্দ্ব চলছে।'

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক? 'পুরুষদের ঘেন্না করি' বলা মধুমিতার চোখ সরছে না নতুন প্রেমিকের থেকে! ‘সিংঘম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’-এর ডিস্ট্রিবিউটরদের চাপে নাকাল হল মালিকরা! ২৯৭ রান তুলে T20I-তে ইতিহাস ভারতের, অক্ষত নেপালের রেকর্ড! গড়ল একের পর এক নজির রানাঘাটে বন্ধ হয়েছে ১১২ ফুটের দুর্গা, প্রায়শ্চিত্ত করতে ৮–৮০ সকলে মস্তক মুণ্ডন পর্দায় রাম রাবণ দুই বেশেই ধরা দিয়েছেন, বাস্তবেও তাঁর মন্দির আছে!কে সেই অভিনেতা চুপি চুপি পালিয়ে আসছিলেন ভারতে, বাংলাদেশের এক শীর্ষ কর্তাকে আটক করল বিজিবি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.