সময় পেরিয়ে গেলেও কেন্দ্রীয় বাহিনীর পাহারায় দলের প্রতীক জমা দিতে পারবেন বড়ঞার কংগ্রেস প্রার্থীরা। বুধবার এই রায় দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বড়ঞায় কংগ্রেস প্রার্থীরা বিডিও অফিসে দলীয় টিকিট জমা দিতে গেলে তাদের মারধর করে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের লেঠেল বাহিনীর বিরুদ্ধে। এর পর আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস।
বুধবার তাঁর রায়ে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, বড়ঞায় কংগ্রেস প্রার্থীদের দলীয় টিকিট জমা দিতে অতিরিক্ত সময় দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। তাদের কেন্দ্রীয় বাহিনীর পাহারায় পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে বিডিও অফিসে নিয়ে যেতে হবে।
বলে রাখি, মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিডিও অফিসে দলীয় টিকিট জমা দিতে যান কংগ্রেস প্রার্থীরা। তখন পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলা চালায় তৃণমূলি লেঠেল বাহিনী। মারধর করে দলীয় টিকিট সম্বলিত নথি কেড়ে নেওয়া হয়। খবর পেয়ে বড়ঞা পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। মঙ্গলবার বিকেল থেকে সেখানে ধরনায় বসেন তিনি। বুধবার সকালে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস।
এদিনের রায়ের পর অধীরবাবু বলেন, ‘স্বৈরাচারীর কুৎসিত চেহারা মানুষের কাছে উন্মোচন করতে পারলাম। আমাদের রায়কে আদালত স্বীকৃতি দেওয়ায় আমাদের নৈতিক জয় হল।’