বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > Bengal Panchayat Election 2023: চোট পেয়ে ঘরবন্দি মমতা, ভার্চুয়াল সভা করবেন জেলবন্দি অনুব্রতর দুবরাজপুরে

Bengal Panchayat Election 2023: চোট পেয়ে ঘরবন্দি মমতা, ভার্চুয়াল সভা করবেন জেলবন্দি অনুব্রতর দুবরাজপুরে

মমতা বন্দ্যোপাধ্যায়। ( ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আর মাত্র তিনদিন বাকি রয়েছে। কিন্তু তৃণমূল নেত্রী কপ্টার দুর্ঘটনায় চোট পেয়ে বাড়িতেই চিকিৎসাধীন। আবার অনুব্রতহীন বীরভূমে এবারই প্রথম ভোট। তাই প্রচার চালাতে ভার্চুয়াল মাধ্যমকেই ব্যবহার করেছেন নেত্রী।

হাত আর মাত্র পাঁচ দিন বাকি পঞ্চায়েত নির্বাচনের। প্রচার শেষ হবে তার আগেই। কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঘরবন্দি। চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তারই মধ্যে পঞ্চায়েত ভোটের প্রচারে এ বার ভাচুর্য়াল সভা করার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলবন্দি অনুব্রত মণ্ডলের জেলা বীরভূম দিয়ে শুরু হবে তাঁর এই প্রচারপর্ব। দুবরাজপুরে সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখবেন তিনি।

(পড়তে পারেন। প্রতারণা করলে বাদ, ভাল কাজে বাড়বে মেয়াদ! দলের ভাবী প্রধানদের বার্তা অভিষেকের)

ভোট প্রচারে উত্তরবঙ্গ গিয়েছিলেন তৃণমূল নেত্রী। ফেরার সময় জলপাইগুড়িতে তাঁর হেলিকপ্টার দুর্যোগের কবলে পড়ে। আহত হন মমতা। পায়ে চোট পান। তড়িঘড়ি কলকাতা ফিরেয়ে এনে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান পায়ে এবং কোমরের চোট পেয়েছেন তিনি। তাঁকে হাসপাতালে থেকে চিকিৎসা করানোর কথা বলেন। কিন্তু তাতে রাজি হয়নি মমতা। ওই দিন বাড়ি ফিরে যান।

পঞ্চায়ত ভোট ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। সেই সময় প্রচারের মাঠের বদলে ঘরবন্দি দলনেত্রী। এই অবস্থা কাটাতে নিজেই ভর্চুয়াল সভার মাধ্যমে বক্তব্য রাখার কথা জানিয়েছেন। সোমবার দুবরাজপুরে সভা করবেন তিনি। পরে আর কোথায় এই সভা করবেন তা জানা যায়নি।

গরুপাচার মামলার তদন্তে গ্রেফতার হন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বর্তমানে তিনি তিহার জেলে বন্দি। বীরভূমের দাপুটে নেতার অনুপস্থিতিতে প্রকাশ্যে এসেছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিরোধীরাও কার্যত নির্বিঘ্নে মনোনয়ন জমা দিয়েছে। তাই এবার পঞ্চায়েত নির্বাচন কেমন হবে, সেদিকেই নজর থাকবে সবার। 

অনুব্রতর অনুপস্থিতিতে দল চালানোর জন্য একটি কোর কমিটি তৈরি করে দিয়েছেন মমতা। এছাড়া, বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে আছেন ফিরহাদ হাকিম। জেলা সভাপতির অনুপস্থিতিতে এটাই প্রথম ভোট। তাই তৃণমূল নেত্রী বিশেষ নজরে রেখেছেন বীরভূমকে। জলপাইগুলির পর বীরভূমেও যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুর্ঘটনায় আহত হওয়ার কারণে তিনি আর যেতে পারেননি। তাই ভাচুর্য়াল মাধ্যমে তিনি দুবরাজপুরের সভা থেকে বক্তব্য রাখবেন।

ভোটযুদ্ধ খবর

Latest News

৫ গুণ টাকা পেতে পারেন সাহারার আমানতকারীরা! ১০ দিনে কেন্দ্র ফেরাবে ১,০০০ কোটি প্রথম ধারাবাহিক হিট, তাও লুক টেস্টের পর রাঙামাটির তীরন্দাজ থেকে সরলেন অভিকা! কেন India B বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? India A বনাম India C ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'কেবল আপনার জন্যই…' কেবিসির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু-শ্রেয়ার! JEE অ্যাডভান্সে প্রথম ১০০-তে থাকা কোনও পড়ুয়া ভরতি হলেন না IIT খড়গপুরে! টিম বাস থেকে আঙুল তুলে দেখালেন এক অনুরাগীকে, কোহলির আচরণ মন ছুঁল সমর্থকদের-Video টপারদের পছন্দ বম্বে, JEE অ্যাডভান্সের প্রথম ১০-এ ১০, ১০০-তে ৭২ বেছেন নিলেন IIT-B আজ কাদের প্রেমজীবনে একটি নতুন আকর্ষণীয় মোড় আসতে পারে? দেখুন আজকের প্রেম রাশিফল IND vs BAN 1st Test Day 1 LIVE: ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে টস জিতলেন নাজমুল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.