বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > ‘‌নির্দল নয়, দলের প্রার্থীদের হয়েই প্রচার করব’‌, বিদ্রোহে ইতি টানলেন মনোরঞ্জন ব্যাপারী

‘‌নির্দল নয়, দলের প্রার্থীদের হয়েই প্রচার করব’‌, বিদ্রোহে ইতি টানলেন মনোরঞ্জন ব্যাপারী

তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ছবি সৌজন্য ; ফেসবুক

তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে অনেকেই নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তাঁদেরকে দলের পক্ষ থেকে বহিষ্কার করার পালা শুরু হয়েছে। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে এই নির্দল ইস্যুতে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‌যারা নির্দল হয়ে লড়ছে তাদের কোনও নীতি নেই। তারা আসলে সবাই শুভেন্দু মতো। যখন যেমন তখন তেমন।’

তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তাই তিনি গোঁসা করেছিলেন। বিদ্রোহ ঘোষণা করে তিনি জানিয়েছিলেন, প্রার্থীদের হয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে তিনি অংশ নেবেন না। তবে পঞ্চায়েত নির্বাচনের ঠিক ৬ দিন আগে তিনি সংবাদমাধ্যমে নিজের বিদ্রোহে ইতির কথা জানিয়েছেন। আর তাতেই যেন প্রাণস্পন্দন ফিরে পেলেন বসে যাওয়া তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মীরা। এই বিদ্রোহ চলাকালীন বিরোধীরা উৎসাহিত হয়ে ছিলেন। কিন্তু তাতে এবার জল ঢেলে দিলেন লেখক বিধায়ক। হ্যাঁ, তিনি বলাগড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।

এদিকে দলের ব্লক সভাপতি কয়েকদিন আগে এই বিধায়কের বিরুদ্ধে টাকা নিয়ে টিকিট দেওয়ার অভিযোগ তুলেছিলেন। তখন পাল্টা বলাগড়ের বিধায়ক বিদ্রোহ দেখিয়ে ছিলেন। এমনকী ওই ব্লক সভাপতিই এমন কাজ করেছেন বলে তিনি পাল্টা অভিযোগ করেছিলেন। এই পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে হুগলির বলাগড়। নির্দলদের সমর্থন করার ইঙ্গিত দিয়েছিলেন। আর বিধায়ক পদ ছেড়ে দেবেন বলে ঘোষণা করেছিলেন। এমনকী দলের পদ পর্যন্ত ছেড়ে দিচ্ছেন বলে জানান। সেখানে ১৮০ ডিগ্রি ঘুরে এবার দলের পাশেই দাঁড়ানোর কথা জানালেন বিধায়ক।

কেন এমন পরিবর্তন ঘটল?‌ এখন তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে অনেকেই নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তাঁদেরকে দলের পক্ষ থেকে বহিষ্কার করার পালা শুরু হয়েছে। আর সেই সংখ্যাটা বেড়েই চলেছে। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে এই নির্দল ইস্যুতে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‌যারা নির্দল হয়ে লড়ছে তাদের কোনও নীতি নেই। তারা আসলে সবাই শুভেন্দু মতো। যখন যেমন তখন তেমন।’‌ নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেই নির্দেশ না মানায় এখন প্রত্যেক জেলায় বহিষ্কার করা হচ্ছে। আর তা দেখেই সুমতি ফেরে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কের বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:‌ পথ দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাইলট কার, আহত চার পুলিশকর্মী

ঠিক কী বলেছেন বিধায়ক?‌ এই বিদ্রোহে এবার ইতি টেনেছেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এই বিষয়টি নিয়ে তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‌দলের নির্দেশ মেনেই দলীয় কর্মীদের হয়ে প্রচার করব। এখনও তো দলের মধ্য়ে আছি। দলের নির্দেশ, যাঁরা নির্দল, তাঁদের হয়ে প্রচারে যাওয়া যাবে না। যতক্ষণ দলে আছি, দলের সিদ্ধান্তই মানতে হবে। সেই মানুষগুলির প্রতি আমার সহানুভূতি আছে। যাঁরা আমার জন্য নির্বাচনে সময় পরিশ্রম করেছেন। আমি তো নতুন এসেছি। মাত্র দু’‌বছর হল এসেছি। আমি প্রার্থীদের জেতাবার জন্য খাটব।’‌

ভোটযুদ্ধ খবর

Latest News

কংগ্রেস নেতার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারে আলোড়ন, দু’‌দিন ধরে নিখোঁজ ছিলেন ছুটির দিন সকালে কেষ্টপুর খালে চলছিল আবর্জনা পরিষ্কারের কাজ, তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা হার্দিক-জাদেজা নয়, রোহিতের পর ভারত অধিনায়ক হিসেবে শ্রেয়সকে চেয়েছিল বোর্ড ‘ইশক মুঝে ভি…’! ৮ মাসের মেয়ের মৃত্যু, কবে আসবে কাবো-পূজার দ্বিতীয় সন্তান? ১১ দেশের প্রথম বোলার যাঁরা IPL-এর এক ম্যাচে ৪ উইকেট নিয়েছেন হতে পারে BCCI-ECB বোঝাপড়া, সল্টের প্লে-অফ খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মেয়র নির্বাচনে লেবার পার্টির জয়জয়কার! ধাক্কা ব্রিটেনের PM ঋষি সুনাকের শিবিরে দীপ্সিতা বিয়ে করেছে? আমি করেছি, তাই আমাকে ভোট দিন, বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রামলালা যতটা গুরুত্ব পান, মা সরস্বতীও যেন পান, আদর্শ 'দেশ' হয়ে উঠুক আমার ভারত বিয়ের আগে চুপি চুপি ডিনার ডেট, এক প্লেট থেকেই খাবার খেলেন আদৃত-কৌশাম্বি!

Latest IPL News

হার্দিক-জাদেজা নয়, রোহিতের পর ভারত অধিনায়ক হিসেবে শ্রেয়সকে চেয়েছিল বোর্ড হতে পারে BCCI-ECB বোঝাপড়া, সল্টের প্লে-অফ খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ICC Champions Trophy 2025: PCB বড় পদক্ষেপ, এবার IPL এর সঙ্গে সরাসরি সংঘাতে PSL IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.