মুর্শিদাবাদের সাগরদিঘিতে এবার বায়রন মডেল। গণনা শেষ হতেই বাম-কংগ্রেসের ৩ প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। বুধবার বিধায়ক বায়রন বিশ্বাস তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
বুধবার সন্ধ্যায় বিধায়কের উপস্থিতিতে সাগরদিঘির তৃণমূল কার্যালয়ে বালিয়া গ্রাম পঞ্চায়েতের সিপিএমের জয়ী প্রার্থী মীরা খাতুন ও মনিগ্রামে কংগ্রেসের দুই নবনির্বাচিত গ্রাম পঞ্চায়েত প্রার্থী সাবির শেখ ও আনারুল শেখ তৃণমূলে যোগদান করেন। বিধায়ক বায়রন বিশ্বাস তাঁদের হাতে পতাকা তুলে দেন।
(পড়তে পারেন। জঙ্গলমহল থেকে মতুয়াগড়, ধাক্কা খেল বিজেপি, রাজবংশী ভোটব্যাঙ্কেও ফাটল! কেন হাওয়া ঘুরল পঞ্চায়েতে?)
সাগরদিঘি উপ-নির্বাচনে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে জয়ী হন বায়রন বিশ্বাস। তার এই জয়ে রাজ্য রাজনীতিতে সাগরদিঘি মডেল অন্যতম আলোচিত বিষয় হয়ে ওঠে। শাসকদলের বিরুদ্ধে লড়ায়ের মডেল হিসাবে সাগরদিঘি জয়কে প্রচারে আনে বাম-কংগ্রেস। চিন্তিত শাসকদল খতিয়ান খুলে হারের কারণ নিয়ে কাটাছেঁড়া করতে বসে। বিধায়কের শপথ নিয়েও ওঠে টালবাহানার অভিযোগ। এ সবের মধ্যে তৃণমূলের নবজোয়ার যাত্রায় হাত ছেড়ে জোড়া ফুলে যোগ দেন বায়রন।
বুধবার যোগদান পর্ব শেষে বায়রন বলেন, 'সাগরদিঘিকে মডেল হিসাবে গোড়ে তোলা আমার স্বপ্ন। এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য সিপিএমের এক এবং কংগ্রেসের দুই সদস্য তৃণমূলে সামিল হলেন।' তাঁর আশা আরও সাগরদিঘি ব্লকে শীঘ্রই আরও বিরোধীদলের নবনির্বাচিত প্রার্থী তৃণমূলের যোগ দেবেন।
(পড়তে পারেন। Mamata Banerjee: উদযাপন নয়, ভোটে দলীয় কর্মীদের মৃত্যুতে ২১ জুলাই ‘শ্রদ্ধা দিবস’, ঘোষণা মমতার)
সাগরদিঘি ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টি দখল করেছে তৃণমূল। একটি বিরোধীদের দখলে গিয়েছে। তিনটি জেলা পরিষদ আসনও শাসকদলের পক্ষে গিয়েছে। সাগরদিঘি পঞ্চায়েত সমিতির ৩৩টি আসনের মধ্যে তৃণমূল-২৩, কংগ্রেস-৮, সিপিআইএম-১ ও বিজেপি একটি আসনে জয়লাভ করেছে। সাগরদিঘির গ্রাম পঞ্চায়েতের ২৭১টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে ১১৯টি আসনে। কংগ্রেস জয় পেয়েছে ৪৯টি আসনে। বিজেপি জিতেছে ২৮টি আসনে। সিপিআইএম জিতেছে ২৬টি আসনে। এছাড়া নির্দল জয় পেয়েছ ১৫টি আসনে। আইএসএফ একটি জয়লাভ করেছে।