দেশজুড়ে একের পর এক রাজ্যে উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে ও সিকিম বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টি তার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেখানে সিকিম বিধানসভা নির্বাচনের পাশাপাশি গুজরাটের বিধানসভা উপনির্বাচন, হিমাচল প্রদেশ, কর্ণাটক ও পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে।
সিকিম বিধানসভা নির্বাচনের জন্য ৯টা আসনে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বিজেপি যে আসনগুলিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে সেগুলি হল, গিয়ালসিং-বারনায়কে দাঁড়াচ্ছেন ভীম কুমার শর্মা, নামচি-সিংহিথাংয়ে প্রার্থী শ্রীমতি অরুণা মঙ্গর, মেল্লিতে প্রার্থী শ্রী যোগেন রাই, তুমিন-লিঙ্গিতে শ্রী ফুর্বা রিংজিং শেরপা, ওয়েস্ট পেনড্যামে দাঁড়িয়েছেন শ্রী ভূপাল বারাইলি, শিয়ারিতে দাঁড়িয়েছেন শ্রী পেম্পো শেরিং লেপচা, মারতাম-রুমটেক দাঁড়িয়েছেন শ্রী চেওয়াং দাদুল ভুটিয়া, আপার তাডোংয়ে দাঁড়িয়েছেন শ্রী নীরেন ভান্ডারি, গ্যাংটকে দাঁড়িয়েছেন শ্রী পেমা ওয়াংগল রিংজিং।
এছাড়াও গুজরাট বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়েছে। সেখানে বিজাপুর থেকে প্রার্থী হচ্ছেন ডাঃ চতুরসিং জাবাঞ্জি চাবড়া, পোরবন্দরে প্রার্থী হয়েছেন অর্জুনভাই দেবাভাই মোধবারিয়া, মানবাদরে দাঁড়িয়েছেন অরবিন্দভাই জে লদানি, কাম্ভাতে রয়েছেন চিরাগকুমার অরবিন্দভাই পটেল ও ভাগোড়িয়াতে দাঁড়িয়েছেন শ্রী ধর্মেন্দ্রসিং রানুবা ভাগেলা।
কর্ণাটক উপনির্বাচনে বিজেপি শোরাপুর আসনে প্রার্থী দিয়েছে। সেখানে দাঁড়াচ্ছেন শ্রী নরসিংহনায়ক( রাজুগৌড়া)।
পশ্চিমবঙ্গে ভগবানগোলা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী ভাস্কর সরকার। আর বরানগর উপনির্বাচনে এবার বিজেপির প্রার্থী সজল ঘোষ। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বরানগর আসনে সজল ঘোষকে প্রার্থী করে বড় কৌশল নিল বিজেপি। সজল সংবাদমাধ্যমে জানিয়েছেন, নিশ্চিতভাবে জিতব। প্রতিটি মানুষের কাছে যাব। তাঁদেরকে গিয়ে বোঝাব।