বিগত প্রায় দুই দশকে গুজরাটে একটি আসনেও মুসলিম প্রা... more
বিগত প্রায় দুই দশকে গুজরাটে একটি আসনেও মুসলিম প্রার্থী দাঁড় করায়নি বিজেপি। তা সত্ত্বেও গুজরাটে ১৭টি মুসলিম অধ্যুষিত কেন্দ্রের মধ্যে থেকে ১২টি আসনেই জয়ী বিজেপি। তবে এই অঙ্ক কীভাবে মেলাল গেরুয়া শিবির?
1/5ঐতিহাসিকভাবে গুজরাটের মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলিতে ভালো ফল করে কংগ্রেস। তবে এবার মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলির মধ্যে মাত্র ৫টিতে জয় পায় কংগ্রেস। এপরদিকে বিজেপি পেয়েছে ১২টি আসন। (PTI)
2/5মূলত আম আদমি পার্টি এবং এআইএমআইএম-এর উপস্থিতিতে মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলিতে লাভবান হয়েছে বিজেপি। গোটা রাজ্যে মাত্র ১৩টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল ওয়াইসির দল। এদিকে মুসলিম অধ্যুষিত ১৭টির মধ্যে ১৬টি আসনে প্রার্থী দিয়েছিল আম আদমি পার্টি। এবং এই কেন্দ্রগুলির কোনওটিতেই এই দুই দল জিততে পারেনি। তবে কংগ্রেসের ভোট কেটেছে এই দুই দল। (PTI)
3/5এদিকে এবারের নির্বাচনে গুজরাটে ২০-রও কম আসনে জিতেছে কংগ্রেস। আম আদমি পার্টি ডবল ফিগার ছুঁতে পারেনি। এবারের নির্বাচনে বিজেপি-র প্রাপ্ত ভোট ৫২ শতাংশ। কংগ্রেসের ভোট কমে গিয়ে হল ২৭ শতাংশ। আপ পেয়েছে প্রায় ১৩ শতাংশ ভোট। (PTI)
4/5২০১৭ সালের বিধানসভা নির্বাচনে গুজরাটে কংগ্রেসের ভোট শতাংশ ছিল ৪১.৪৪ শতাংশ। অপরদিকে ২০২২ সালের নির্বাচনে কংগ্রেসের ভোট শতাংশ নেমে হল ২৭ শতাংশ। এদিকে ২০১৭ সালে নির্বাচনে না লড়াই করা আম আদমি পার্টি এবার গুজরাটে ১২ শতাংশ ভোট পেয়েছে। এই আবহে অনেকটাই ভোট শতাংশ বেড়েছে বিজেপিরও। এই কারণে মনে করা হচ্ছে, আম আদমি পার্টির উদয়ে লাভবান হয়েছে বিজেপি। (PTI)
5/5২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে কড়া টক্কর দিয়েছিল কংগ্রেস। তবে এবার গুজরাটে সেভাবে নজরই দেয়নি কংগ্রেস। সেভাবে প্রচারও করা হয়নি এই রাজ্যে। অশোক গেহলটকে দায়িত্ব দেওয়া হলেও রাহুল গান্ধী সাকুল্যে একবার মাত্র গিয়েছিলেন গুজরাটে। এই পরিস্থিতিতে কংগ্রেস খুবই বাজে ফল করেছে। এবং এর কারণে বড় লাভ পেয়েছে বিজেপি। (PTI)