বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Chandigarh Mayor Election: গোহারা হারল ইন্ডিয়া জোট! চন্ডীগড় মেয়র ভোটে বিরাট জয় বিজেপির

Chandigarh Mayor Election: গোহারা হারল ইন্ডিয়া জোট! চন্ডীগড় মেয়র ভোটে বিরাট জয় বিজেপির

চন্ডীগড় মেয়র ভোটে বিরাট জয় বিজেপির(ANI Photo) (HT_PRINT)

লোকসভা ভোটের আগে বড় ধাক্কা খেল ইন্ডিয়া জোট। চন্ডীগড় মেয়র পদে জয় পেল বিজেপি। 

চন্ডীগড়ে মেয়র পদের নির্বাচনে বড় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বিজেপির মনোজ সোঙ্কার চন্ডীগড়ে মেয়র পদের ভোটে আম আদমি পার্টিকে পরাজিত করেছে। আম আদমি পার্টির কুলদীপ কুমার পরাজিত হয়েছেন। এদিকে এবার এই ভোটে কংগ্রেস ও আপের মধ্য়ে আসন সমঝোতা হয়েছিল। কিন্তু এই ভোটে কংগ্রেস ও আপের এই জোটকে কার্যত গোল দিয়ে দিল বিজেপি।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে মনোজ পেয়েছেন ১৬টি ভোট। কুলদীপ কুমার পেয়েছেন ১২টি ভোট। এদিকে আটটি ভোটকে বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। এরপরই এনিয়ে সরব হন কংগ্রেস ও আপ নেতৃত্ব। তাদের দাবি, কৌশলে বিজেপি নেতৃত্ব এসব করছে। সোজা পথে তারা ভোটে জিততে পারছে না।

এদিকে বিজেপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সরব হয়েছেন আপ নেতৃত্ব। আপ নেতা তথা দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, মেয়র পদের নির্বাচনেই এই মানুষগুলো যদি এতটা নীচে নামতে পারে তবে আমাদের কিছু বলার নেই। তাহলে এরা জাতীয় স্তরে যখন ভোট হবে তখন কতটা নীচে নামবে…কেজরিওয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপির বিরুদ্ধে একহাত নিয়েছে।

সামনেই লোকসভা ভোট। তার আগে আপ ও কংগ্রেসের মধ্য়ে এই জোটকে ঘিরে অনেকেই আশার আলো দেখেছিলেন। কিন্তু বাস্তবে দেখা গেল এই জোট বিশেষ কাজ করল না।

এদিকে এবার আপের পক্ষ থেকে মেয়র পদের জন্য় প্রার্থী দেওয়া হয়েছিল। অন্য়দিকে কংগ্রেস সিনিয়র ডেপুটি মেয়র ও ডেপুটি মেয়র পদের জন্য় প্রার্থী দিয়েছিল।

সিনিয়র ডেপুটি মেয়র পদে দেখা যাচ্ছে বিজেপির কুলজিত সান্ধু দাঁড়িয়েছে কংগ্রেসের গুরপ্রীত সিং গবির বিরুদ্ধে। আবার ডেপুটি মেয়র পদে বিজেপির রাজিন্দর শর্মা ও কংগ্রেসের নির্মলা দেবীর মধ্য়ে জোর টক্কর হচ্ছে।

তবে লোকসভা ভোটের আগে মেয়র পদে বিজেপির এই জয় কার্যত বাড়তি অক্সিজেন দিচ্ছে গেরুয়া শিবিরকে। এদিকে সামনেই লোকসভা ভোট। তার আগে হেরে গেল কংগ্রেস আপের যৌথ শিবির। দেশের একাধিক রাজ্যে কংগ্রেস ও আপের মধ্য়ে বিশেষ বনিবনা নেই। তবুও চন্ডীগড়ের ক্ষেত্রে বিজেপিকে আটকাতে কৌশল নিয়েছিল কংগ্রেস ও আপ। ভোট ভাগাভাগি রুখতে এই কৌশল নেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে তা কাজ করল না।

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.