বিজেপির দীর্ঘদিনের রাজপাট উৎখাত করে গত ২০১৮ সালে ছত্তিশগড় দখল করেছিল কংগ্রেস। গত ৫ বছর ধরে কিছু অন্তর্দ্বন্দ্ব ছাড়া নির্বিঘ্নেই সরকার চালান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তবে তাঁর মেয়াদ শেষ হতে হতে মহাদেব বেটিং অ্যাপের কাণ্ড সামনে আসে। ঘটনায় নাম জড়ায় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলেরই। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে এই বিষয়ে কংগ্রেসকে তোপ দেগে প্রচার করেছিলেন। তবে যে ব্যক্তি ভূপেশের বিরুদ্ধে বয়ান দিয়েছিলেন, ভোট মিটতেই তিনি তাঁর বয়ান থেকে সরে আসেন। তবে এখন দেখার, ভোটবাক্সে 'মহাদেবের' প্রভাব কতটা পড়েছে। আর নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা সামনে আসতেই সরকার গঠন করা নিয়ে নিজেদের আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন ভূপেশ বাঘেল এবং বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং, উভয়ই। (আরও পড়ুন: ডিসেম্বরের শুরুতেই যাত্রী দুর্ভোগ, হাওড়া ও শিয়ালদা শাখায় বাতিল বহু লোকাল ট্রেন)
আরও পড়ুন: লকার থেকে FD, আধার থেকে গৃহঋণ, জানুন ডিসেম্বরের ৯টি পরিবর্তনের বিশদ
এই আবহে ভূপেশ বাঘেল গতকাল বলেন, 'এই বুথ ফেরত সমীক্ষা কি সব চ্যানেলে এক ধরনেরই দখানো হয়? তবে দু'দিন অপেক্ষা করুন, সব চ্যানেল একই ফলাফল দেখাবেন। বুথ ফেরত সমীক্ষা যেমন হওয়ার হোক। রাজ্যে সরকার গঠন করব আমরাই।' এদিকে বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং দাবি করলেন, তাঁর দল এবারে প্রায় ৫৫টি আসন পাবে। অর্থাৎ, তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। তিনি এর জন্যে বিজেপির 'ইলেকশনিয়ারিং'-এর প্রশংসা করেন। যুব সমাজ এবং মহিলারা বিজেপিকে সমর্থন করছে বলেও দবি করেন রমন সিং।
আরও পড়ুন: তৈরি গভীর নিম্নচাপ, রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কোথায় পৌঁছবে সিস্টেমটি?
এদিকে এক্সিট পোলের হিসাব বলছে ছত্তিশগড়ে কংগ্রেস ফের ফিরে আসতে পারে। আর সেখানে বিজেপিকে আবার কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে। রিপাবলিক ইন্ডিয়া- ম্যাট্রিস এক্সিট পোলের হিসাবে অনুসারে ভোটের শতাংশের দিকে খেয়াল রাখলে বিজেপি ৪০.২ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেস ৪৪.২ শতাংশ পেতে পারে। অন্য়ান্যরা ১৫.৬ শতাংশ ভোট পেতে পারে। ৯০টি বিধানসভা আসনের মধ্য়ে বিজেপি পেতে পারে ৩৪-৪২টি আসন আর কংগ্রেস পেতে পারে ৪৪-৫২টি আসন। এদিকে এদিকে আজতক-অ্যাক্সস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষার হিসাব বলছে, কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল ফের ছত্তিশগড়ের মসনদে বসতে পারেন। ফের ক্ষমতায় ফিরতে পারে বাঘেলের নেতৃত্বে কংগ্রেস সরকার। তবে সমীক্ষায় যে ছবি উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে, সব মিলিয়ে ৩১ শতাংশ মানুষ ভূপেশ বাঘেলকে মুখ্য়মন্ত্রী হিসাবে দেখতে চান। অন্য়দিকে ২১ শতাংশ মানুষ রমন সিংকে মুখ্য়মন্ত্রী হিসাবে দেখতে চান। আর ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষা বলছে বিজেপি ৩০-৪০ টি আসন পেতে পারে। অন্যদিকে কংগ্রেস ৪৬-৫৬টি আসন কংগ্রেস পেতে পারে। এই ফলাফল মিলে গেলে কংগ্রেসের মুখে চওড়া হাসি ফুটতে পারে ছত্তিশগড়ে।