হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন গত ১২ নভেম্বর সম্পন্ন হয়েছে। এরপর ৮ ডিসেম্বর তার ফলাফল প্রকাশের দিন। তার আগে ৫ ডিসেম্বর হিমাচলের ভোটের এক্সিট পোলের (বুথ ফেরত সমীক্ষা) ফলাফলে উঠে এল এলাকার রাজনৈতিক পরিস্থিতির আভাস। বহু এক্সিট পোলই দাবি করছে যে হিমাচলে বিজেপি ফের পদ্ম ফোটাতে পারে তবে একটি ‘হাড্ডাহাড্ডি লড়াই পার করে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সেখানের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।
সিমলায় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জয়রাম ঠাকুর বলেন, ‘ অনেক এক্সিট পোলই দেখাচ্ছে যে বিজেপি সরকার তৈরি করবে। কেউ দেখাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিছু আসনে। আমাদের অুেক্ষা করা উচিত ৮ ডিসেম্বর পর্যন্ত। আমাদের বিশ্লেষণ অনুযায়ী, বিজেপি স্বস্তিতেই সরকার গড়ার সম্পূর্ণ সম্ভাবনায় আছে।’
কে কয়টি আসন পেতে পারে?
প্রসঙ্গত, ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই মিডিয়ার সমীক্ষা বলছে, হিমাচল প্রদেশে বহু আসনে কংগ্রেস ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এই 'কাঁটে কা টক্কর' অবশ্য বিজেপির জিতে নেওয়ার সম্ভাবনাই প্রবল বলে দাবি করছে এক্সিট পোল। এছাড়াও টাইমস নাওের এক্সিট পোল দাবি করছে, বিজেপি পেতে পারে ৩৮ আসন, কংগ্রেস ২৮টি। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস বলছে, বিজেপি ২৪-৩৪, কংগ্রেস ৩০ থেকে ৪০ টি আসন পেতে পারে। পি মার্ক বলছে, বিজেপি ৩৭, কংগ্রেস ৩০ টি, জি বলছে বিজেপি ৩৭, কংগ্রেস ২৩, জন কি বাত বলছে, বিজেপি ৩৭, কংগ্রেস ২৯ টি আসন পেতে পারে।
ম্যাজিক ফিগার
উল্লেখ্য, ৬৮ আসনের হিমাচল বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার ৩৫। বিজেপির আসা সেই আসন তারা দখল করবে। কংগ্রেসের তরফেও ম্যাজিক ফিগারে পৌঁছনোর আশা রয়েছে। তবে ৮ ডিসেম্বরের ফলাফলেই তা জানা যাবে।