আজ দেশের চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা নির্বাচনকেই 'সেমিফাইনাল' হিসেবে দেখা হচ্ছিল। এবং ২০১৮ সালে এই চারটি রাজ্যের মধ্য়ে তিনটিতেই জিতেছিল কংগ্রেস। তবে এবারে সেই তিনটি - মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানেই হারের মুখোমুখি হতে চলেছে হাত শিবির। তবে এরই মাঝে তেলাঙ্গানায় প্রথমবারের মতো ক্ষমতা দখলের পথ সুগম হয়েছে শতাব্দী প্রাচীন দলটির। এই সবের মাঝেই এবার দিল্লিতে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের আহ্বান জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। (আরও পড়ুন: ছত্তিশগড়ে অনেকটা পিছিয়ে পড়ল কংগ্রেস, ‘মহাদেবের কৃপায়’ ৫০ পার BJP-র)
আরও পড়ুন: মরুভূমে ফুটছে পদ্ম, তারই মাঝে টিমটিম করছে একটি ‘লাল দ্বীপ’
জানা গিয়েছে, আজকে বেলার দিকে যখন ভোটের ফলাফল মোটামুটি নিশ্চিত, তখন বিরোধী নেতাদের একে একে ফোন করে দিল্লির বৈঠকের জন্য আহ্বান জানাতে শুরু করেন খাড়গে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। এই আবহে আসন বণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনও আলোচনাই হয়নি দলগুলির মধ্যে। এই পরিস্থিতিতে এই ইন্ডিয়া ব্লকের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এদিকে হিন্দি বলয়ে কংগ্রেসের এই হার ইন্ডিয়া জোটের মধ্যে তাদের চাপে রাখবে। এর আগে মধ্যপ্রদেশে কংগ্রেসের দিকে আঙুল তুলে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছিলেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আর মধ্যপ্রদেশে কংগ্রেস যেভাব হারছে, তাতে হাত শিবিরের ওপর বিরোধীদের ক্রোধের বহিঃপ্রকাশ খুব কড়া ভাষায় হতে পারে। (আরও পড়ুন: মধ্যপ্রদেশে গেরুয়া ‘সুনামি’, বিজেপির এই সাফল্যের ‘কৃতিত্ব’ কার?)
আরও পড়ুন: হিন্দি বলয়ে বিজেপির 'প্রত্যাবর্তনের আভাস', তেলাঙ্গানায় 'পুনর্জন্ম' কংগ্রেসের
এর আগে পটনা, বেঙ্গালুরু এবং মুম্বইতে অনুষ্ঠিত হয়েছিল বিরোধী জোটের বৈঠক। গতবার মুম্বইয়ের বৈঠকের পরই শরদ পাওয়ারের কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে ইঙ্গিত দিয়েছিলেন, জোটের পরবর্তী বৈঠক হতে পারে দিল্লিতে। সেই মতো কংগ্রেস রাজধানীতেই এই বৈঠকের ডাক দিয়েছে বলে জাা গিয়েছে। এদিকে হিন্দি বলয়ে কংগ্রেসের এই হারে নিশ্চিত হয়ে গিয়েছে, অন্যান্য বিরোধী দলের মদত ছাড়া দিল্লির মসনদ থেকে মোদীকে হটানো প্রায় অসম্ভব হবে কংগ্রেসের পক্ষে। তাই ২০২৩ সালের শেষ লগ্নে এসে আরও তৎপর হয়ে ২৪-এর অঙ্ক কষতে শুরু করল হাত শিবির।