বিজেপির কথাতেই জবাব দিচ্ছে কংগ্রেস। এবার বিজেপি মুক্ত দক্ষিণ ভারত
1/5কর্ণাটকে বিপুল জয় কংগ্রেসের। গোটা দেশ জুড়ে ঘুরে দাঁড়ানোর ডাক দিচ্ছে কংগ্রেস শিবির। আর সেই সময়ই মুখ খুললেন ছত্তিশগড়ের মুখ্য়মন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি বলেন, কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দেয় বিজেপি। আর দক্ষিণ ভারত থেকে মুছে যাচ্ছে কংগ্রেস REUTERS/Adnan Abidi (REUTERS)
2/5সাংবাদিকদের সামনে বাঘেল বলেন, প্রথমে হিমাচল প্রদেশ আর তারপর কর্ণাটক জিতলাম আমরা। ওরা কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেন। আর এখন দক্ষিণভারত বিজেপি মুক্ত হয়ে গেল। তিনি বলেন এটা প্রধানমন্ত্রীর পরাজয়। . (PTI Photo/Nand kumar) (REUTERS)
3/5ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বলেন, আমাদের প্রত্যাশা মতোই ফলাফল হয়েছে। প্রধানমন্ত্রী নিজেকে সামনে দাঁড় করিয়ে ভোট চেয়েছিলেন। সেকারণে এটা পিএম মোদীর পরাজয়। PTI Photo) (REUTERS)
4/5তিনি বলেন, আপনারা দেখতেই পারেন কার সঙ্গে বজরংবলি আছেন। বজরংবলির গদা দুর্নীতির মাথায় মেরেছে। এদিকে এর আগে ইস্তেহারে কংগ্রেস ঘোষণা করেছিল ক্ষমতায় এলে তারা বজরং দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর তখনই বিজেপি প্রচার করছিল বজরংবলির নামে ভোট দিন। ছবি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (REUTERS)
5/5মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ কংগ্রেসের জয়ের উচ্চ প্রশংসা করেছেন। তিনি বলেন কংগ্রেস জিতবে এটা নিশ্চিত। তবে বিজেপি এবার সহযোগী দলগুলোর সঙ্গে ডিলিং শুরু করে দেবে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও বিজেপিকে একহাত নেন।অধীর চৌধুরী বলেন, রাহুল গান্ধী দুর্নীতির বিরুদ্ধে বলেছিলেন। সেকারণে তার সদস্যপদ বাতিল করেছিলেন পিএম মোদী। আর এখন এই দুর্নীতির জন্য বিজেপিকে ছুঁড়ে ফেলে দিলেন জনতা। (REUTERS)