গত ১০ তারিখ কর্ণাটকের ২২৪টি বিধানসভা আসনে অনুষ্ঠিত হয়েছিল বিধানসভা নির্বাচন। আজকে সেই রাজ্যে ভোট গণনা চলছে। একনজরে দেখে নিন কোন কোন হেভিওয়েট প্রার্থী জিতলেন বা হারলেন।
1/10যে সমস্ত প্রার্থীরা নজর কাড়ছেন তাঁদের মধ্যে অবশ্যই মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী বাসবরাজ বোম্মাই। সঙ্গে বিজেপির আর অশোক, বিজেপি সাধারণ সম্পাদক আর রবির ওপরও নজর থাকবে। কংগ্রেসের ডিকে শিবকুমার ও সিদ্দারামাইয়া রয়েছেন। এছাড়াও জেডিএসের এইচ ডি কুমারস্বামীও রয়েছেন লড়াইতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার পুত্র লড়ছেন এবারে। এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুনের ছেলে প্রিয়াঙ্ক খাড়গেও লড়ছেন। (DK Shivakumar Twitter)
2/10বাসবরাজ বোম্মাই - শিগ্গাওঁ : কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী ২০০৮ সাল থেকে বিধানসভা নির্বাচনে লড়ছেন এই আসন থেকে। এবার চতুর্থবারের জন্য এই আসনে জিততে চাইছেন তিনি। বোম্মাই কংগ্রেস প্রার্থী মহম্মদ ইউসুফ সাভানুরের বিরুদ্ধে লড়ছেন। তিনি এই আসনে ৩৫ হাজার ৯৭৮ ভোটে জেতেন। (DK Shivakumar Twitter)
3/10সিদ্দামাইয়া - বরুণ: বরুণ আসন থেকে লড়ছেন কংগ্রেস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি আটবারের বিধায়ক। এর আগে বরুণ আসন থেকে দু'বার লড়ে জয়ী হয়েছেন তিনি। ২০২৩ সালের নির্বাচনে সিদ্দারামাইয়া বিজেপির ভি সোমান্না এবং জেডি(এস)-এর প্রাক্তন বিধায়ক ভারতী শঙ্করের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিদ্দারামাইয়া এই আসন থেকে ৪৬ হাজার ৬ ভোটে জয়ী হয়েছেন। (DK Shivakumar Twitter)
4/10ডিকে শিবকুমার - কনকপুরা: কংগ্রেসের প্রদেশ সভাপতি ডিকে শিবকুমার কঠিন লড়াইয়ের সম্মুখীন হন কনকপুরা থেকে। তবে তাতে অনায়াসে জয়লাভ করেন তিনি। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির ভোক্কালিগা 'মুখ' আর অশোক। শিবকুমার নিজেও ভোক্কালিগা। এর আগে এই কনকপুরা আসন থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছেন শিবকুমার। তিনি ১ লাখ ২২ হাজার ৩৯২ ভোটে জয়ী এই আসন থেকে। (DK Shivakumar Twitter)
5/10এইচডি কুমারস্বামী - ছন্নাপতনা: জেডিএস নেতা তথা দু'বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে মূল প্রতিদ্বন্দ্বী হলেন বিজেপির সিপি যোগেশ্বর। এই আসনে প্রথমে পিছিয়ে পড়লেও এখন এই আসনে এখনও ১৩ হাজার ৩৫৯ ভোটে এগিয়ে রয়েছেন এইচডি কুমারস্বামী। এখনও চূড়ান্ত ফল প্রকাশ হয়নি। (DK Shivakumar Twitter)
6/10জগদীশ শেট্টার - হুবলি-ধারওয়াড় সেন্ট্রাল: উত্তর কর্ণাটকের আসন থেকে কংগ্রেসের টিকিটে লড়ছেন আরএসএস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জগদীশ শেট্টার। বিজেপির লিঙ্গায়েত নেতাদের মধ্যে অন্যতম মুখ ছিলেন তিনি। সেই জগদীশই এবার টিকিট না পেয়ে দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তিনি হুবলি-ধারওয়াড় সেন্ট্রাল থেকে ৩৪ হাজার ভোটে হেরেছেন। (DK Shivakumar Twitter)
7/10প্রিয়াঙ্ক খাড়গে - চিত্তরপুর: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে এবার লড়ছেন বিজেপির মণিকান্ত রাঠোর এবং জেডিএস-এর সুভাষচন্দ্র রাঠোরের বিরুদ্ধে। ২০১৮ সালে এই আসন থেকেই নির্বাচিত হয়ে বিধায়ক হয়েছিলেন প্রিয়াঙ্ক। তবে সেই ব্যবধান ছিল মাত্র ৪ হাজার। এবারের নির্বাচনে ১৩ হাজার ভোটে জয়ী হয়েছেন প্রিয়াঙ্ক। (DK Shivakumar Twitter)
8/10সিটি রবি - চিকমাগালুর: বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিটি রবি এই আসন থেকেই চারবারের বিধায়ক। তিনি ৮৮৭৪ ভোটে পিছিয়ে পড়েছেন নিজের গড় থেকেই। এই আসনে এগিয়ে কংগ্রেস প্রার্থী। (DK Shivakumar Twitter)
9/10নিখিল কুমারস্বামী - রামনগর: ২০১৯ সালে নির্বাচনী রাজনীতিতে পা দিয়েছিলেন এইচডি কুমারস্বামীর ছেলে তথা প্রাক্তন প্রধানমন্ত্রী দেবে গৌড়ার নাতি নিখিল। তবে বিজেপি সমর্থিত নির্দলের কাছে হেরেছিলেন। এবার ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে ১০ হাজার ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান তিনি। (DK Shivakumar Twitter)
10/10বিওয়াই বিজয়েন্দ্র - শিকারিপুরা: কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই বিজয়েন্দ্র লড়ছেন পরিবারের গড় হিসেবে পরিচিত শিকারিপুরা আসন থেকে। এটি শিবমোগ্গা জেলায় অবস্থিত। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেডিএস-এর সুধাকর শেট্টি এবং কংগ্রেসের এসবি নাগরাজ গৌড়া। বিজয়েন্দ্র এই আসন থেকে ১১ হাজার ৮ ভোটে জিতেছেন তিনি। (DK Shivakumar Twitter)