পদবী বিতর্কের মধ্যেই, পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি-তিপ্রা মোথা জোটের প্রার্থী কৃতি সিং দেববর্মা বৃহস্পতিবার ধলাই জেলার আমবাসায় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাঁর মনোনয়ন জমা দিলেন।
তিপ্রা মোথার-এর প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মার বড় বোনের নাম একজন প্রার্থী হিসাবে ঘোষণা করে বিজেপি। সেই সময় তাঁকে কৃতি সিং দেববর্মা হিসাবে বলাহয়। কৃতির জন্ম ও বেড়ে ওঠা শিলং-এ। তিনি দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা লাভ করেছিলেন। ছত্তিশগড়ের রাজকোট রাজপরিবারের যোগেশ্বর রাজ সিংকে তিনি বিয়ে করেছিলেন।
আরও পড়ুন: সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী?
কৃতি ২০১৮ সালে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে কাওয়ার্ধা আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন। সেই সময় ভারতের নির্বাচন কমিশনের রেকর্ড অনুযায়ী, তাঁর নাম ছিল কৃতি দেবী সিং। কিন্তু ত্রিপুরা. বিজেপি তাঁকে কৃতি সিং দেববর্মা হিসেবে চিহ্নিত করেছে। কেন তাঁকে অন্য রাজ্য থেকে ভোটে দাঁড় করানো হল তা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে।
ত্রিপুরায় তাঁর মনোনয়ন নিয়ে তিপ্রা মোথা তো বটেই প্রশ্ন উঠেছে বিজেপির মধ্যেও। কারণ ত্রিপুরার সঙ্গে তাঁর খুব বেশি সম্পর্ক ছিল না। তাঁর পরিবার ও আত্মীয়স্বজন ছাড়া, তিনি বিজেপি প্রার্থী না হওয়া পর্যন্ত এখানকার মানুষের কাছে তিনি অজ্ঞাতই ছিলেন। তদুপরি, তিনি স্থানীয় উপজাতীয় ভাষা কোকবোরোক জানেন না, যার স্বীকৃতির জন্য তাঁর দল (মোথা) 8 বছরের কম বয়সের লড়াই করছে।
তাঁর এসটি স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন তিপ্রা মোথা নেতারা স্পষ্টই জানিয়েছেন, কৃতি সিংয়ের ত্রিপুরার রাজপ্রাসাদে তাঁর বাবার বাড়ির ঠিকানায় একটি এসটি শংসাপত্র ছিল, যার দ্বারা তিনি সংরক্ষিত আসনের প্রার্থী হয়েছিলেন।
ছত্তিশগড়ে চলে আসার পর, তাঁর আধার কার্ড এবং ভোটার কার্ডে তাঁর নামে দেবী সিং যুক্ত হয়। অথচ তিনি আগরতলায় পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন দেববর্মা নামে সম্বোধন। তিনি কৃতি সিং দেববর্মা নামে ফেসবুকে তার প্রোফাইলও পরিবর্তন করেছেন।
চলমান বিতর্কে ইন্ধন যোগ করেছে তিপ্রা মোথাও। বুধবার একটি পোস্টার প্রকাশ করে তারা। তাতে সমর্থকদের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যেখানে তাঁকে কৃতি দেবী দেববর্মন হিসাবে উল্লেখ করা হয়েছে। পূর্ব ত্রিপুরা (এসটি সংরক্ষিত) লোকসভার জন্য তিপ্রা মোথা পার্টি এবং বিজেপির যুগ্ম প্রার্থী হিসাবে তাঁকে উল্লেখ করা হয়েছে। এই নিয়ে কৃতির কোনও মন্তব্য পাওয়া যায়নি।