রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচারে এসেই হয় বাগডোগরা বিমানবন্দরে 'জয় শ্রীরাম' স্লোগান শুনতে হল ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবকে। তবে কোনও বিরক্তি প্রকাশ না করে দেব জড়িয়ে ধরলেন ওই বিজেপি কর্মীকে। মেলালেন হাতও।
পরে এই প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, 'রাম নবমীতে জয় শ্রীরাম বলতে আমার কোনও অসুবিধা নেই। ভারতবাসীকে কেউ ধর্ম শেখায় না। আমরা মসজিদে যাই আবার অনেক মুসলমান শিরডি সাঁইবাবা মন্দিরেও যান। অনেক সময় বিরোধী দলের লোকেরা দেখলে স্লোগান দেন। ঠিক আছে।'
আরও পড়ুন। 'মুখ্যমন্ত্রীর জলে ডুবে মরা উচিত', মমতার 'মৃত্যু কামনা' করে ফের বিতর্কে দিলীপ
তবে এই পরিস্থিতি কী ভাবে সামলাতে হয় তাও তিনি জানেন। দেব বলেন, 'আর দেবকে দেখলে এমন স্লোগান হবেনা এমন তো হতেই পারেনা। দেব জানে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। সব সময় রাগে কাজ হয় এমনটা নয়, ভালবাসাতেও হয়। দেখলেন তো কেমন হল।'
ওই ব্যক্তির সম্পর্কে কেন তাঁরে কোনও ক্ষোভ নেই তা জানিয়ে দেব বলেন ',সবার আগে উনি ভারতবাসী এবং আমরাই এই বিভাজনটা করে রেখেছি। হিন্দু মুসলিম, বিজেপি, তৃণমূল এগুলো বড় বড় নেতারা বিভাজন তৈরি করে। ভালবাসা দিয়ে সবটাই হয়। উনি জয় শ্রীরাম বলছেন আমাকে দেখে এটা ওঁর দোষ না।'
আরও পড়ুন। 'মানুষের চাকরি যাচ্ছে... আর তিনি ফুর্তি করছেন', SSC রায় ইস্যুতে অভিজিতকে তোপ দেবাংশুর
প্রচারে এবার তিনি ভাল সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন দেব। তিনি বলেন, 'এবারের প্রচার অনেক ভাল সাড়া পাচ্ছি । ১৯ থেকে এবার অনেক ভালো ফল হবে। সিট বাড়বে । আমি দলের হয়ে চাইবো প্রথম তিনটি সিট তৃণমূলই জিতুক। রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচার করবো। চাইবো তৃণমূল জিতুক । মানুষ যাকে চাইবে তাদের ভোট দেবে। জুমলা বাজি যারা করেছে তাদের মানুষ চেনে।'
দেবের বিপক্ষে ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দেবকে মাঝে মাঝে আক্রমণ করেন হিরণ। যত তির হিরণ ছোড়েন, তার তুলনায় কমই জবাব দেন দেব। এদিনও তাঁকে হিরণ প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তবে তা নিয়ে তিনি কিছু বলতে চাননি।
আরও পড়ুন। বিজেপি বুথে সর্বোচ্চ ভোট পেলেই কর্মীদের ২ লক্ষ টাকা, ঘোষণা ত্রিপুরার মন্ত্রীর