ক'দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুকথা বলার জেরে নির্বাচন কমিশন সতর্ক করে দিয়েছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। তবে আজ হনুমান জয়ন্তীর সকালে ফের মমতার 'মৃত্যু কামনা' করলেন দিলীপ ঘোষ। আজ সকালে অভিষেকের বাড়িতে রেইকি করা ইস্যু নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিজেপি নেতাকে। এর জবাবে দিলীপ ঘোষ বলেন, 'সারা দেশের সন্ত্রাসবাদীকে এখানে জায়গা দিয়েছে তারা। তাই তাদের এই অবস্থা। সন্ত্রাসবাদীদের নিয়ে ঘুরে বেড়ায় তারা। শাহজাহানের মত সন্ত্রাসবাদীকে কে পুষেছে?' এরপর মমতাকে কটাক্ষ করে বলেন, 'নির্বাচনের আর কোনও ইস্যু নেই। এখন তাই প্রাণ সংশয়ের কথা বলছেন। পুলিশকে ফিট করেছে। এসব সহানুভূতির ভোট চলে গিয়েছে। ঠ্যাং ভেঙেছে, মাথা ফেটেছে... ওসব চলে গিয়েছে। এখন বলছেন, আমাকে মারবে। পাশ দিয়ে কুকুরের চলে গেলেও আপনাকে দেখবে না। এমনই চরিত্র হয়ে গিয়েছে আপনাদের।' (আরও পড়ুন: 'মানুষের চাকরি যাচ্ছে… আর তিনি ফুর্তি করছেন', SSC রায় নিয়ে অভিজিতকে তোপ দেবাংশুর)
আরও পড়ুন: ফের 'সম্পদ পুনর্বণ্টন' নিয়ে তোপ মোদীর, তবে শব্দচয়নে নজর দিয়ে বাদ 'মুসলিম'
আরও পড়ুন: অভিষেকের বাড়ি রেইকি ঘটনায় গ্রেফতারির পর বিশেষ বৈঠকে পুলিশ, নজরে মমতার নিরাপত্তাও
এরপর মমতাকে আরও আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষ বলেন, 'নেতাদের বাড়ি থেকে ইডি, সিবিআই টাকা বের করে নিয়ে যাচ্ছে, তাতে তাঁর খুব কষ্ট। মানুষ আপনাকে মানে না, তাই রাস্তায় দাঁড়িয়ে 'চোর চোর' স্লোগান শুনতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর জলে ডুবে মরা উচিত। ৫০ বছর রাজনীতি করার পরে শেষ জীবনে 'চোর চোর' স্লোগান শুনতে হচ্ছে। এ জীবন রেখে কী লাভ? দিলীপ ঘোষ অশ্বত্থ গাছে নিচে দাঁড়িয়ে বলছে, ডুবে মরো। তবে পশ্চিমবঙ্গে ডুবে মরার জলও নেই।' (আরও পড়ুন: 'দল বদলে অনেক মূল্য চুকিয়েছি...', BJP-তে যোগদান নিয়ে বললেন বক্সার বিজেন্দ্র সিং)
আরও পড়ুন: শিলিগুড়িতে BJP নেতার গাড়ি থেকে উদ্ধার নগদ টাকার বান্ডিল, উঠল গুরুতর অভিযোগ
এদিকে আজ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোটারদের উদ্দেশেও বার্তা দেন দিলীপ ঘোষ। কার্যত বামেদের কাছে ভোট চেয়ে বসেন তিনি। দিলীপ বলেন, 'আপনাদের নীতি এখন বাদ দিন। তৃণমূলকে এখানে হারাতে পারে একমাত্র বিজেপি। সেজন্য যারা কংগ্রেসের সিপিএমে ভোট দিয়েছিল, আমাদের সঙ্গে আসছে। ভোট নষ্ট না করে বিজেপিকে ভোট দিন। বিধানসভা, পঞ্চায়েত, পুরসভায় নিজের নিজের ঝান্ডা নিয়ে লড়ুন। কিন্তু এখন, লোকসভা নির্বাচনে ভোট বিজেপিকে দিন। তৃণমূল থাকলে হয়ত কোনওদিন আর মনোনয়নপত্রও জমা করতে পারবেন না।'