বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Electoral Bond Case Latest Update: আবারও সুপ্রিম কোর্টের বকুনি, 'নির্বাচনী বন্ডের ইউনিক নম্বর দিয়ে দেব', বলল SBI

Electoral Bond Case Latest Update: আবারও সুপ্রিম কোর্টের বকুনি, 'নির্বাচনী বন্ডের ইউনিক নম্বর দিয়ে দেব', বলল SBI

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (ANI)

২০১৯ সালের ১২ এপ্রিলের আগেও যেসব নির্বাচনী বন্ড কেনা হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছিল, তা খারিজ করে দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ।

ফের একবার সুপ্রিম কোর্টের বকুনি হজম করতে হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। এর আগে ১২ মার্চের মধ্যে ইলেক্টোরাল বন্ড নিয়ে যাবতীয় তথ্য প্রকাশ করার জন্য এসবিআই-কে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর সেই তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন। যদিও প্রকাশ হওয়া সেই তথ্যে সন্তুষ্ট ছিল না সুপ্রিম কোর্ট। কারণ সেখানে বন্ডের ইউনিক নম্বর দেওয়া নেই। উল্লেখ্য, ইউনিক নম্বর দিয়েই বোঝা যাবে কোন সংস্থা কোন রাজনৈতিক দলকে অনুদান দিয়েছে। এই আবহে আজ এই সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন ফের স্টেট ব্যাঙ্ককে বকুনি দিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এদিকে ২০১৯ সালের ১২ এপ্রিলের আগেও যেসব নির্বাচনী বন্ড কেনা হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছিল, তা খারিজ করে দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। (আরও পড়ুন: ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে কত টাকা নিয়েছে বাম দলগুলি? প্রকাশ্যে এল নয়া তথ্য)

আরও পড়ুন: ইলেক্টোরাল বন্ড অনুদানের তালিকায় তৃতীয়তে নামল তৃণমূল, নয়া তালিকায় হেরফের হিসেব

আজ শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, 'এসবিআই-এর হাতে নির্বাচনী বন্ড সংক্রান্ত যা যা তথ্য আছে, আমরা চাই সেই সব যেন প্রকাশ করা হয়।' এসবিআই-এর জন্যে উপস্থিত হওয়া আইনজীবী হরিষ সালভে শীর্ষ আদালতে এরপর জনান, যদি ইউনিক নম্বর দিতেই হয়, তাহলে তা তারা দেবে। এরপর প্রধান বিচারপতি এসবিআই-কে একটি হলফানামা জমা দেওয়ার নির্দেশ দেন। সেই হলফনামায় এসবিআই-কে বলতে হবে, তাঁরা নির্বাচনী বন্ড সংক্রান্ত কোনও তথ্য গোপন করেনি। ২১ মার্চের মধ্যে সেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্ককে। 

আরও পড়ুন: CAA-তে পুরুষাঙ্গ পরীক্ষার নিদান তথাগতর, 'নগ্ন প্রতিহিংসা…', সরব তৃণমূল

এদিকে নির্বাচনী বন্ডের বিরুদ্ধে মামলাকারী আইনদীবী প্রশান্ত ভূষণ আজ বলেন, 'আমরা শুধু চেয়েছি যে স্বচ্ছতা বজায় থাকুক। বড় বড় রাজনৈতিক দলগুলি তাদের মুখবন্ধ খামে জানায়নি যে কোন কোম্পানি কত টাকা অনুদান দিয়েছে তাদের। আর এসবিআই এবং নির্বাচনী কমিশনের প্রকাশিত তথ্যের ভিত্তিতে অনুদানের ক্রমিক সংখ্যা মিলছে না।' এদিকে ASSOCHAM এবং CII এই মামলায় আবেদন জমার আর্জি জানিয়েছিল। তবে তালিকায় না থাকা তাদের সেই সব আর্জি শোনেনি শীর্ষ আদালত। এই আবহে কেন্দ্রের পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা ফের বলেন, নির্বাচনী বন্ড আনার একমাত্র কারণ ছিল, রাজনীতি থেকে কালো টাকা দূর করা।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, নির্বাচনী বন্ড অসাংবিধানিক। এই আবহে ৬ মার্চের মধ্যে নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য জমা করতে নির্দেশ করা হয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। তবে এই তথ্য জমা দেওয়ার জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময় চেয়েছিল দেশে সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। তবে শেষ পর্যন্ত এসবিআই-এর সেই আবেদন খারিজ করে ১২ মার্চের মধ্যে যাবতীয় তথ্য নির্বাচন কমিনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। তবে এসবিআই-এ প্রকাশিত তথ্য সম্পূর্ণ ছিল না। এই আবহে ফের মামলা হয় শীর্ষ আদালতে।

প্রসঙ্গত, ২০১৮ সালে নির্বাচনী বন্ডের স্কিম আনা হয়। তার পর থেকে কোনও বাধা ছাড়াই বন্ড বিক্রি করা হচ্ছিল দেশে। এদিকে নির্বাচন কমিশনের তরফে সর্বোচ্চ আদালতকে জানানো হয়েছিল, রাজনৈতিক দলগুলির হাতে নগদের অভাব থাকায় নির্বাচনী বন্ড বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। কমিশনের দাবি, নির্বাচনী বন্ডে কোনও অস্বচ্ছতা নেই। তবে মামলা শেষে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ঐতিহাসিক রায়তে জানিয়ে দেয়, নির্বাচনী বন্ড বিক্রি করে রাজনৈতিক দলগুলি যেভাবে টাকা তুলছে, তা আদতে অসাংবিধানিক।

ভোটযুদ্ধ খবর

Latest News

বাঘাযতীনে হেলে পড়া বহুতল ভাঙা গেলেও গার্ডেনরিচে দেড় বছরেও কেন পারলেন না ফিরহাদ নিজেও ব্যর্থ গিল, ৫০ টপকেই অল-আউট হয়ে দলও গাড্ডায়, আয়ারাম-গয়ারাম রমনদীপরা এয়ারটেলের ‘চালাকিতে’ খরচ বাড়ল গ্রাহকদের! একই টাকা দিলেও চলবে না ইন্টারনেট টানা দেড়মাস বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো? সামনে এল নয়া সিদ্ধান্তের কথা অপরাধীদের সাজা দেন বনদেবী 'বানসারা', সেই গল্প নিয়ে আসছেন অপরাজিতা-বনি, কী ঘটবে? ফের সেরা ৩-এ উঠে এল জগদ্ধাত্রী! এই সপ্তাহেও কি পরিণীতাই টিআরপি টপার? নাকি এল বদল শিলিগুড়ি জেলা হাসপাতালে স্যালাইনে মিলল ছত্রাক, অপারেশন থিয়েটারে আলোড়ন ব্যান্ডেল: স্কুলে খনন কাজের সময় উদ্ধার দুর্লভ মূর্তি! ASI আধিকারিকরা কী বলছেন? প্রেসিডেন্সি জেলে সঞ্জয়ের চলছে প্রশিক্ষণ, আমৃত্যু সাজাপ্রাপ্ত বন্দির কী চলবে? বিশালের ভুলে ১০ উইকেট নেওয়া হল না সিদ্ধার্থের, রঞ্জিতে ৯ উইকেট নিয়ে গড়েন ইতিহাস

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.