লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষিত হওয়ার পরেই জোর কদমে প্রচার নেমে পড়েছিলেন রাজমাতা তথা কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। কখনও হুড খোলা গাড়িতে, আবার কখনও পায়ে হেঁটে সারাদিন ধরে সূর্যের প্রখর রোদ মাথায় নিয়ে প্রচারে ব্যস্ত থেকেছেন গত কয়েক সপ্তাহ ধরে। তার জেরে অসুস্থ হয়ে পড়লেন বিজেপি প্রার্থী। এই অবস্থায় তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে ভয়ের কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। বিশ্রাম নেওয়ার পর আবার তিনি প্রচারে বের হতে পারবেন।
আরও পড়ুন: ‘রাজা কৃষ্ণচন্দ্র ও রাজমাতাকে অপমান করেছেন মমতা’, কমিশনে নালিশ জানাবে বিজেপি
জানা গিয়েছে, শনিবার আচমকা অসুস্থ বোধ করেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী। এরপর রাতেই তাঁর চিকিৎসা শুরু করা হয় সেই সময় চিকিৎসক বেশ কিছু পরীক্ষা করার নির্দেশ দেন। সেইমতো রবিবার বেশ কিছু শারীরিক পরীক্ষা হয় রাজমাতার। রিপোর্ট খতিয়ে দেখে চিকিৎসক তাঁকে একদিনের জন্য বিশ্রাম নিতে বলেছেন রাজমতাকে। তারপরে আবার তিনি প্রচার শুরু করতে পারবেন তাঁরা জানিয়েছেন।
প্রসঙ্গত, রাজবাড়ির গণ্ডি পেরিয়ে এই প্রথমবার রাজনীতির ময়দানে নেমেছেন অমৃতা রায়। বিজেপি তাঁকে প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি প্রচার অভিযানে নেমে পড়েন। ভোটের আর বেশি দেরি নেই সে কথা মাথায় রেখেই সমস্ত প্রার্থীরা এখন জোর কদমে প্রচার চালাচ্ছেন। গ্রামেগঞ্জে শহরে গিয়ে প্রচার চালাতে হচ্ছে তাঁদের। তীব্র গরমে বেশ কিছু জায়গায় তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রির কাছাকাছি। তবে ভোট এগিয়ে আসায় সেই রোদ মাথায় নিয়েই জোর কদমে প্রচার সারতে হচ্ছে প্রার্থীদের। সেরকমই রোদে প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন রাজমাতা অমৃতা রায়।
তাঁর পুত্র মণীশচন্দ্র রায় জানান, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এই কারণে একটু অসুস্থ হয়েছেন তিনি। তবে চিকিৎসকরা জানিয়েছেন, চিন্তার করার কারণ নেই। চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি বিশ্রাম নিয়েছেন। নিজের মোবাইল ফোনও বন্ধ রেখেছেন। অন্যদিকে, বিজেপি প্রার্থীর অসুস্থতার খবর শুনে অনেকেই তাঁর বাড়িতে ছুটে যান। তবে শীর্ষ নেতৃত্ব ছাড়া আর কারও সঙ্গে তিনি দেখা করেননি বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, প্রচন্ড রোদে প্রচারে বেরিয়ে এর আগে অসুস্থ হয়ে পড়েছিলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজার নুরুল ইসলাম এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আর এই দুই প্রার্থীর পর এবার অসুস্থ হয়ে পড়লেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী।