আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম পর্ব শুরু হচ্ছে। তার আগেই বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দাল। কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে রবিবার এই শিল্পপতি বিজেপিতে যোগ দেন। আর তার কয়েক ঘণ্টা পরেই বিজেপি তাদের নতুন প্রার্থী তালিকায় জিন্দালকে কুরুক্ষেত্র থেকে প্রার্থী করে দেয়। এই ঘটনার পর কংগ্রেসের পক্ষ থেকে জয়রাম রমেশ চড়া সুরে কটাক্ষ করেছেন নবীন জিন্দালকে। নিজের এক্স হ্যান্ডেলে তুলোধনা করেছেন তাঁকে। এখন বড় সাইজের ওয়াশিং মেশিন প্রয়োজন বলেই জিন্দালের বিজেপিতে যোগদান এবং প্রার্থী হওয়া বলে খোঁচা রমেশের।
এদিকে বিজেপিতে যোগ দেওয়ার পর নবীন জিন্দাল নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি ১০ বছর ধরে কুরুক্ষেত্রের সাংসদ হিসাবে সংসদে কংগ্রেস পার্টির প্রতিনিধিত্ব করেছি। আমি কংগ্রেস নেতৃত্ব এবং তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে ধন্যবাদ জানাই। আজ আমি কংগ্রেস পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।’ নবীন জিন্দাল ভারতের একটি বিশিষ্ট শিল্প গোষ্ঠী জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ারের চেয়ারম্যানের পদে রয়েছেন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত লোকসভায় কুরুক্ষেত্র আসনের সংসদ সদস্য ছিলেন। তবে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে তিনি বিজেপির রাজ কুমার সাইনির কাছে পরাজিত হন।
অন্যদিকে এই নবীন জিন্দালের বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। তাই তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে। সেই চাপেই বিজেপিতে যোগ এবং প্রার্থী হওয়া বলে মনে করছে কংগ্রেস। কংগ্রেসে থাকাকালীন তাঁর বিরুদ্ধে বিজেপি দুর্নীতির অভিযোগ তুলত। এবার তিনি বিজেপিরই প্রার্থী। কেন্দ্র কিন্তু একই রয়েছে। হরিয়ানার কুরুক্ষেত্র। বিজেপির পঞ্চম দফার প্রার্থী তালিকায় নবীন জিন্দালের নাম আছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস তাঁকে প্রার্থী হিসাবে দাঁড় না করানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে এবার বিজেপিতে যোগ দিয়েই তিনি প্রার্থী পদ পেয়ে গেলেন। আর তাৎপর্যপূর্ণ বিষয় হল— এতদিন যে এলাকা থেকে তিনি কংগ্রেসের হয়ে লড়তেন কংগ্রেসের টিকিটে সেই নবীনই এবার লড়বেন বিজেপির টিকিটে।
আরও পড়ুন: শ্বশুর–জামাইয়ের লড়াইয়ে জমজমাট, কল্যাণের বিরুদ্ধে প্রার্থী কে? নজরকাড়া শ্রীরামপুর
এই গোটা ঘটনা নিয়ে নবীন জিন্দালকে তুলোধনা করেছেন কংগ্রেসের শীর্ষ নেতা জয়রাম রমেশ। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘যখন আপনার জায়ান্ট সাইজের ওয়াশিং মেশিন প্রয়োজন, তখন তো এটা ঘটবেই। আর গত ১০ বছরে পার্টিকে শূন্য অবদান দিয়ে, এখন আমি ইস্তফা দিচ্ছি বলাটা বড় কৌতুক।’ এটা লেখার পাশাপাশি জয়রাম রমেশ নবীন জিন্দালের আদালতে যাওয়ার ছবি পোস্ট করেছেন। সিবিআই তদন্তের বিরুদ্ধে আদালতে যেতে হয়েছিল নবীন জিন্দালকে। সুতরাং দুর্নীতির অভিযোগ থাকলেও বিজেপির ওয়াশিং মেশিনে পড়লেই সব স্বচ্ছ এটাই বোঝাতে চেয়েছেন জয়রাম রমেশ।