বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > ‘‌গণঅবরোধ করে ঘিরে রাখবেন’‌, ভূপতিনগরের বাসিন্দাদের নিদান দিলেন কুণাল

‘‌গণঅবরোধ করে ঘিরে রাখবেন’‌, ভূপতিনগরের বাসিন্দাদের নিদান দিলেন কুণাল

তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

সভা থেকে কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, বিজেপি এখন ইডি–এনআইএ ব্যবহার করে এলাকার শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। দল গ্রেফতার হওয়া নেতাদের পাশে রয়েছে সেটা রবিবার স্পষ্ট করে দেন কুণাল ঘোষ।

এনআইএ–বিজেপির যোগসাজশ সকালেই ফাঁস করে দেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। আর এই যোগসাজশ, চক্রান্ত, ষড়যন্ত্র করে তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এনআইএ দু’‌জন তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে। আর তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে এবার ভূপতিনগরে গিয়ে গণঅবরোধের ডাক দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অর্জুননগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে জনগর্জন সভা অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভায়। এখান থেকেই কড়া জবাব দেন কুণাল।

আজ, রবিবার ভূপতিনগরে গ্রেফতার হওয়া নেতাদের পরিবার এবং এলাকাবাসীর পাশে থাকার বার্তা দিতে আসেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই জনসভা থেকে কুণাল ঘোষ বলেন, ‘‌মায়েদের কাছে শাঁখ আছে তো?‌ ছদ্মবেশি বিজেপির লুটেরারা যদি এলাকায় ঢোকে শাঁখ ও উলুধ্বনি দিয়ে গোটা এলাকাকে জানিয়ে দিন। কিন্তু আইন হাতে নেবেন না। ওরা বদনাম করবে বলে বসে আছে। এমনভাবে ঘিরে রাখুন যাতে পুলিশ না আসা পর্যন্ত কাউকে যেন এলাকা থেকে নিয়ে যেতে না পারে। গণঅবরোধ করে ঘিরে রাখুন। ভূপতিনগরে গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতাদের পাশে দল রয়েছে।’‌

আরও পড়ুন:‌ মথুরাপুরে প্রার্থী দিল সিপিএম, কংগ্রেসের সঙ্গে জোটে জট, পুরুলিয়ায় পৃথক প্রার্থী ফরওয়ার্ড ব্লকের

নাড়ুয়াবিলা বোমা বিস্ফোরণ মামলার তদন্তে এসে এনআইএ গ্রেফতার করে অর্জুননগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বলাই মাইতি এবং নাড়ুয়াবিলা বুথ সভাপতি মনোব্রত জানাকে। কুণাল ঘোষ এই বিষয়ে বলেন, ‘‌বিজেপি নেতাদের কাছ থেকে তালিকা নিয়ে এনআইএ এলাকায় ঢুকে তৃণমূল কংগ্রেস নেতাদের রাতের অন্ধকারে তুলে নিয়ে যাবে সেটা মেনে নেওয়া হবে না। আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি এনআইএ’‌র এসপি ধনরাম সিংয়ের বাড়িতে ঢুকে তালিকা দিয়ে আসেন। ভূপতিনগরে কাদের গ্রেফতার করতে হবে। বিজেপির তালিকা অনুযায়ী তৃণমূল নেতাদের গ্রেফতার করা হচ্ছে।’‌

এছাড়া সভা থেকে কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, বিজেপি এখন ইডি–এনআইএ ব্যবহার করে এলাকার শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। দল গ্রেফতার হওয়া নেতাদের পাশে রয়েছে সেটা রবিবার স্পষ্ট করে দেন কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘‌তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে জানিয়ে দিতে বলেছেন, যাঁদের ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছে দল তাঁদের পাশে আছে। যে আদালতে যেতে হয় দল যাবে। পূর্ণ আইনি সহায়তা করা হবে দলের সৈনিকদের।’‌

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

মুম্বইয়ের আহত অলরাউন্ডার মুশির খান ও তাঁর বাবার সঙ্গে দেখা করলেন রোহিত শর্মা 'জুনিয়র ডক্তারদের দাবি কোনও বিলাসিতা নয়', চাপ বাড়িয়ে মমতাকে চিঠি IMA-র ‘এই ভালো ছবিটা থাক, আমি জানি…’! অনশনে থাকা অনিকেত ভর্তি সিসিইউতে, লিখলেন কিঞ্জল গভীর রাতে অবস্থার অবনতি, অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেতকে ভরতি করা হল হাসপাতালে মহাষ্টমীর পুণ্যলগ্নে প্রিয়জনকে জানান অন্তরের শুভকামনা, পাঠিয়ে দিন এই বার্তা ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষ্টমী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.