বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > এপ্রিল মাসেই কোচবিহার–বীরভূমে অভিষেক, দিদির গ্যারান্টি নিয়ে নামছেন সাংসদ–বিধায়করা

এপ্রিল মাসেই কোচবিহার–বীরভূমে অভিষেক, দিদির গ্যারান্টি নিয়ে নামছেন সাংসদ–বিধায়করা

মমতা বন্দ্যোপাধ্যায়

বিধবা ভাতা, বার্ধক্য ভাতা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকী মোদী সরকার যদি ১ মে তারিখের মধ্যে আবাস যোজনার টাকা না ছাড়ে তাহলে ১১ লক্ষ মানুষের মাথার ছাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করে দেবে বলে ঘোষণা করা হয়েছে। সেটাই এবার জনে জনে বলে বেড়াবেন তৃণমূল কংগ্রেসের সাংসদ–বিধায়ক ও প্রার্থীরা।

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। বিজেপি চারটি আসন বাদ দিয়ে বাকি আসনে প্রার্থী দিতে পেরেছে। সিপিএম–কংগ্রেস এখনও অসম্পূর্ণ প্রার্থী তালিকাই রেখে দিয়েছে। একমাত্র তৃণমূল কংগ্রেস ৪২টি আসনেই একসঙ্গে প্রার্থী দিতে পেরেছে। তাও ব্রিগেডে জনতার দরবারে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার লোকসভা নির্বাচনের প্রচারে খুব বেশি থাকতে পারবেন না। মাথায় চোটের কারণে। তবে তাঁর নামে ‘গ্যারান্টি’ নিয়ে এখন প্রচারে বেরিয়ে পড়বেন রাজ্যসভার সাংসদ এবং বাংলার বিধায়করা। সূত্রের খবর, এপ্রিল মাস জুড়ে ‘দিদির গ্যারান্টি’র অন্তত ৩০টি পর্বকে সামনে রেখে প্রচার করবেন রাজ্যের মন্ত্রী, রাজ্যসভার সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া সমস্ত গ্যারান্টি যে আসলে ভুয়ো তার ব্যাখ্যাও তুলে ধরা হবে।

এদিকে এপ্রিল মাসের ২ তারিখ কোচবিহারে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তারপর যাবেন ৩ তারিখ বীরভূমে। এবারের লোকসভা নির্বাচন ‘‌গ্যারান্টির’‌ কথা তুলে ধরা হচ্ছে। সেটা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন প্রচারে। সেটারই পাল্টা দিতে দিদির গ্যারান্টি নিয়ে নেমে পড়তে চলেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। যেখানে প্রত্যেকটি কাজ কথা দিয়ে কথা রাখা হয়েছে বলে তুলে ধরা হবে প্রচারে। এপ্রিল মাসে সেটাই তুলে ধরবেন নেতারা মানুষের সামনে। গত ১০ তারিখ ব্রিগেডের মাঠে জনগর্জন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ‘দিদির গ্যারান্টি’ তুলেছিলেন। প্রশ্ন তুলেছিলেন জনতার দরবারে— কার গ্যারান্টি বিশ্বাস করেন, ‘দিদি’ না মোদী? প্রচারে সেটাই তোলা হবে।

আরও পড়ুন:‌ এখনও চার আসনে জট কাটল না বিজেপির, প্রার্থী খুঁজতে নাজেহাল অবস্থা গেরুয়া শিবিরের

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর গত ১৩ বছরের মুখ্যমন্ত্রিত্বে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পূরণের গ্যারান্টিই এপ্রিল মাসের প্রচারে তুলে ধরা হবে। এপ্রিল মাস পড়লেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে যাবে। যা পাবেন বাংলার মা–বোনেরা। ১০০ দিনের কাজের দু’‌বছরের বকেয়া টাকা দিয়েছে রাজ্য সরকার। এছাড়া জল, আলো, রাস্তার উন্নয়ন তো রয়েছেই। এগুলিই দিদির গ্যারান্টি। যা অভিষেক বন্দ্যোপাধ্যায়–সহ নেতারা তুলে ধরবেন মানুষের সামনে। সেটাকে বিজেপির পক্ষ থেকে কমব্যাট করা কতটা সম্ভব হবে সেটাই এখন দেখার।

এছাড়া বিধবা ভাতা, বার্ধক্য ভাতা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকী মোদী সরকার যদি ১ মে তারিখের মধ্যে আবাস যোজনার টাকা না ছাড়ে তাহলে ১১ লক্ষ মানুষের মাথার ছাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করে দেবে বলে ঘোষণা করা হয়েছে। সেটাই এবার জনে জনে বলে বেড়াবেন তৃণমূল কংগ্রেসের সাংসদ–বিধায়ক ও প্রার্থীরা। তাই এখন থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নানা প্রচার সভা থেকে বলতে শুরু করেছেন, মোদীর গ্যারান্টি, জিরো ওয়ারেন্টি। মোদীর ভাষণ আর দিদির রেশন—এমন স্লোগান তোলেন তিনি। আর এই বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেমন করে গ্যারান্টি দিচ্ছে? তাদের নিজেদেরই ওয়ারেন্টি শেষ হয়ে গিয়ে, এক্সপায়ারি ডেট এসে গিয়েছে।’ যদিও তৃণমূল কংগ্রেস বলছে, ১৫ লক্ষ টাকা, বছরে দু’‌কোটি চাকরি কিছুই হয়নি। বরং বাংলার টাকা আটকে রেখেছে।‌

ভোটযুদ্ধ খবর

Latest News

স্পাইডারম্যান সেজে দিল্লির রাস্তায় বাইকস্টান্টে দাপাদাপি যুগলের! শেষে গ্রেফতার দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত 'অভূতপূর্ব!' অতি উত্তম দেখে চোখে জল তনুজার, প্রসেনজিৎ-পল্লবী সহ আর কারা এলেন? আমেঠি-রায়বেরেলিতে প্রার্থী কারা? খাড়গের কোর্টে বল, কী বলছেন নেতারা? ক্ষমতায় ফিরলেই সংবিধান বদলে দেবে, তবে এখন বলছে…তোপ প্রিয়াঙ্কার রোজ টিভিতে চার ছক্কার ফুলঝুরি, তবুও ওটিটিতে নজর কাড়ল চমকিলা, লজ্জার ভিউজ চঞ্চল তুলির টানে অপরূপা লগ্নজিতা, মুগ্ধ গায়িকা লিখলেন, ‘জীবনে অনেক পেয়েছি…’ অদ্ভুত অ্যাপার্টমেন্ট! বসার ঘরে রয়েছে জেল, এক মাসের ভাড়া জানলে চোখ উঠবে রয় খুবই ধূর্ত প্লেয়ার- প্রাক্তন ছাত্রকে নিয়ে চিন্তা থাকলেও, আত্মবিশ্বাসী হাবাস

Latest IPL News

দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.