তাঁকে উদ্দেশ্য করে ‘চোর, চোর’ স্লোগান তুলেছিলেন একদল বিজেপি কর্মী। তা নিয়ে আজ তুমুল অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়নাগুড়ির পশ্চিম শালবাড়ি ফুটবল মাঠের জনসভা থেকে মমতা বলেন, ‘আমার গাড়ি দেখে বলছে যে চোর, চোর। ওদের জিজ্ঞাসা করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনওদিন আমি এক কাপ চা খেয়েছি?’ শুধু তাই নয়, মমতা প্রাথমিকভাবে বলে দেন যে ভোট না থাকলে জিভ কেটে নিতাম। যদিও পরের মুহূর্তেই ‘ড্যামেজ কন্ট্রোলের’ চেষ্টা করেন মমতা। তিনি বলেন, ‘আমি জিভ টেনে নেওয়ার কথা বলব না। এ তো মোদী বলেন।’
ঠিক কী বলেছেন মমতা?
জলপাইগুড়ির জনসভা থেকে মমতা বলেন, ‘যে অসভ্যতামি ওরা আমার সঙ্গে করেছে এই চার-পাঁচদিন আগে, (সেটা বলার কোনও ভাষা নেই)। আমি চালসায় আসছিলাম। রাস্তায় যে কোনও রাজনৈতিক দল বৈঠক করতেই পারে। আমার কোনও আপত্তি নেই। আমার গাড়ি দেখে বলছে যে চোর, চোর। ওদের জিজ্ঞাসা করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনওদিন আমি এক কাপ চা খেয়েছি? এমনকী দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাই।’
মমতা আরও বলেন, ‘আমি সরকার থেকে একটা টাকাও মাইনে নিই না। আমি সরকারি গাড়ি চড়ি না। আমি ইচ্ছা করলে প্রতি মাসে দেড় লাখ টাকা পেনশন পেতে পারি, লাখ টাকা মাইনে পেতে পারি। আমি এক টাকাও নিই না। তার কারণ আমার প্রয়োজন পড়ে না। তার কারণ আমার প্রয়োজন পড়ে না। যা আছে মোটা ভাত, মোটা কাপড়, মোটা শাড়ি, ব্যস, এতেই আমার চলে যায়।'
আরও পড়ুন: ‘কোনও বিজেপি নেতার হেলিকপ্টারে তল্লাশি চালানোর সাহস হয়েছে?’ তোপ মমতার
'জিভ কেটে' নেওয়া নিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় মমতা
বিজেপির প্রতি উষ্মাপ্রকাশ করার মধ্যেই মমতা বলেন, ‘আর এত বড় সাহস যে আমার গাড়িকে দেখে বলছে যে চোর, চোর। সুযোগ থাকলে জিভটা আমি কেটে নিতাম। নির্বাচন বলে কিছু বলিনি। নির্বাচন না থাকলেও আমি জিভ টেনে নেওয়ার কথা বলব না। এ তো মোদী বলেন - চুন চুন কে দেখ লেঙ্গে (বলেন)। চুন চুন কে সবকো জেল মে ভর দেঙ্গে। যদি আপনি জিততেন, তাহলে নিশ্চয়ই আপনি এ কথা বলতেন না। এ কথা শোভা পায় না।’
আরও পড়ুন: Mamata on gomutra: সকালের চায়ের সঙ্গে গোমূত্র, দুপুরের খাবারে গোবর মিশিয়ে দেবে, BJP-কে তোপ মমতার
ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় আরও একধাপ এগিয়ে মমতা বলেন, ‘আমার মুখে শোভা পেলে আমি জিভ টেনে নেওয়ার কথা বলতাম। কিন্তু আমি ওটা বললাম না। আমি বললাম যে আমি যদি চাইতাম, তাহলে এরকম (জিভ কেটে নেওয়া) করতে পারতাম। কিন্তু আমি ওরকম করব না।’