লোকসভা নির্বাচনের প্রচারে কদিন ধরে উত্তরবঙ্গে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের বিজেপি প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়ার সমর্থনে আজ। সোমবার সেখানে সভা করেন তিনি। আর সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে একের পর এক তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ডায়মন্ডহারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা দেয়। এবার সেই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়ার সমর্থনে রাসমেলা ময়দানের সভা থেকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর সপ্তমে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি চালানো হয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি প্রচারে আনেননি। তবে মুখ্যমন্ত্রী বলেন, ‘অভিষেকের হেলিকপ্টারে গতকাল তল্লাশি চালিয়েছে। হেলিকপ্টারে নাকি সোনা, টাকা আছে। কী ভেবেছিল? কপ্টার থেকে সোনা পাবে? এসব আমরা করি না। বিমানে ওদের টাকাপয়সা আসে। ওখানে বিএসএফ, সিআইএসএফ আছে। কোনওদিন কোনও বিজেপি নেতার হেলিকপ্টারে তল্লাশি চালানোর সাহস হয়েছে তাদের? অভিষেকের একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল। বাবুরা সেখানে চলে গিয়েছে। হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে। ওইসব আমরা করি না। বিজেপি করে। কোনও কেন্দ্রীয় এজেন্সির সাহস হয়েছে চ্যালেঞ্জ করার?’
আরও পড়ুন: শুভেন্দু–মমতাকে একত্রে বিঁধতে সিপিএম আনল নয়া প্যারোডি, প্রচারে এখন ‘জামাল কুদু’
অন্যদিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিরোধীদের বিরুদ্ধে বেশি করে কাজে লাগানো হচ্ছে বলে বারবার অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। প্রত্যেক নির্বাচনী সভা থেকেই কেন্দ্রীয় সরকারের পক্ষপাতদুষ্ট আচরণের কথা মনে করিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবারও কোচবিহারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘নির্বাচনের আগে দুয়ারে দুয়ারে সিবিআই, ইডি পাঠাচ্ছে। আইটি পাঠাচ্ছে। গতকাল অভিষেকের হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছে। ওখানে কী পাবে ভেবেছিল? সোনা? আমরা ওসব করি না। আমাদের টাকা, সোনা নেওয়ার দরকার নেই। কোনও দরকার হলে আমরা মায়ের কাছে হাত পাতব।’
তবে গতকাল সকালে বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রান চলছিল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তখন হঠাৎই সেখানে উপস্থিত হন আয়কর দফতরের অফিসাররা। সব জায়গায় তল্লাশি চালানো হয়। এমনকী পাইলটের সঙ্গেও কথা বলেন অফিসাররা। তৃণমূল কংগ্রেসের দাবি, আয়কর দফতরের অফিসাররা কোনও নোটিশ ছাড়াই এই তল্লাশি চালিয়েছেন। যার কোনও প্রয়োজনীয়তা ছিল না। আর তাই আজ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ার উদ্দেশে ওড়ার আগেই তাঁরা যান। আজ তমলুকে সভা আছে অভিষেকের। মুখ্যমন্ত্রীর কথায়, ‘কদিন আগে বিজেপি এনআইএ–কে দিয়ে আমাদের নেতাদের গ্রেফতার করিয়েছে। প্রথম দফার নির্বাচনের আগে যাতে তারা সহজে দৌড়াতে পারে।’