মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা থেকে এবারও কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের পুত্র নকুল নাথ। এই আসনটি কংগ্রেসের খাসতালুক হিসেবেই পরিচিত। এই কেন্দ্রে ভোট রয়েছে প্রথম দফায় অর্থাৎ আগামী ১৯ এপ্রিল। সেই উদ্দেশ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন নকুল নাথ। নির্বাচনী হলফনামায় নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছেন কংগ্রেস প্রার্থী। তাতে দেখা যাচ্ছে দেশের সবচেয়ে ধনী প্রার্থীগুলির মধ্যে একজন হলেন নকুল নাথ। শুধু তাই নয়, গত ৫ বছরে তার সম্পত্তির পরিমাণও অনেকটাই বেড়েছে।
আরও পড়ুনঃ ফের কমলের পদ্ম যোগের জল্পনা,MP-তে রাহুলের যাত্রায় নেই নাথ গড়ের ৭ কংগ্রেস বিধায়ক
নির্বাচনী হলফনামা অনুযায়ী, কমল নাথের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭০০ কোটি। ২০১৯ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী নকুল নাথের সম্পত্তির পরিমাণ ছিল ৬৬০ কোটি টাকা, অর্থাৎ গত ৫ বছরে তাঁর সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ৪০ কোটির মতো। উল্লেখ্য, রাজনীতিবিদের পাশাপাশি নকুল নাথ হলেন একজন শিল্পপতি। হলফনামায় দেওয়া তাঁর সম্পত্তির বিবরণে নকুল নাথ নগদ, শেয়ার এবং বন্ড সহ অস্থাবর সম্পত্তির কথা জানিয়েছেন, যার মূল্য ৬৪৯.৫১ কোটি টাকা। তাঁর স্থাবর সম্পত্তির মূল্য ৪৮.০৭ কোটি টাকা। এত পরিমাণ সম্পত্তি থাকার ফলে নিঃসন্দেহে দেশের ধনী প্রার্থীদের মধ্যে একজন হলেন নকুল নাথ।
প্রসঙ্গত, অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (ADR) অনুযায়ী, লোকসভায় ধনী প্রার্থীদের মধ্যে একজন তিনি। প্রসঙ্গত, নকুল নাথ প্রায়শই বিমান ব্যবহার করেন। কিন্তু, তাৎপর্যপূর্ণভাবে তাঁর হলফনামা অনুসারে একটিও গাড়ি নেই। নকুল নাথের বিরুদ্ধে এবার বিবেক সাহুকে প্রার্থী করেছে বিজেপি। যদিও এই কেন্দ্রটি কংগ্রেসের দূর্গ হিসেবেই পরিচিত। কংগ্রেস ১৯৫২ সাল থেকে ছিন্দওয়াড়া লোকসভা আসনে জয়ের ধারা অব্যাহত রেখেছে। এখানে মাত্র একবার বিজেপির কাছে হেরেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথও এই কেন্দ্র থেকে টানা ৯ বার জয়ী হয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নকুল নাথ বিজেপির প্রার্থী নাথান শাহ কাভরেতিকে ৩৭,৫৩৬ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা লোকসভা আসনে তিনি জয়ী হয়েছিলেন। এবারও এই কেন্দ্রে নকুল নাথ জয়ী হবেন বলেই আশাবাদী কংগ্রেস।