দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পর সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন অলিম্পিকে মেডেল জয়ী বক্সার বিজেন্দ্র সিং। তাঁর এই রাজনৈতিক পরিবর্তনের নেপথ্যে অনেক আবেগ লুকিয়ে রয়েছে বলে জানালেন বিজেন্দ্র। তাঁর কথায়, দল বদলের সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেগের মাধ্যমে তিনি মূল্য চুকিয়েছেন। তবে তিনি দাবি করেন, দল বদলের জন্য তাঁর কারণ রয়েছে। বিজেন্দ্র বলেন, 'আমি শুধু প্ল্যাটফর্ম বদলেছি। আমি নিজেকে বদলাইনি। আমি সেই আগের মানুষটাই আছি।' (আরও পড়ুন: সামরিক বাজেটে চিন থেকে বহু হস্ত পিছিয়ে ভারত, পাকিস্তান কত নম্বরে জানেন?)
আরও পড়ুন: শিলিগুড়িতে BJP নেতার গাড়ি থেকে উদ্ধার নগদ টাকার বান্ডিল, উঠল গুরুতর অভিযোগ
দল বদল প্রসঙ্গে বক্সিংয়ের উদাহরণ তুলে ধরেন বিজেন্দর সিং। তিনি বলেন, 'যখন সময়ের সঙ্গে আগের ওয়েট ক্যাটাগোরিতে মানিয়ে নিতে সমস্যা হয়, তখন বক্সাররা তাদের ওয়েট ক্যাটাগোরি বদলে ফেলেন। তেমনই ভাবে আমার আগের প্ল্যাটফর্মে থেকে রাজনীতি করতে সমস্যা হচ্ছিল। মানিয়ে নিতে না পারার কারণেই আমি অন্য প্ল্যাটফর্ম বেছে নিয়েছি।' এদিকে দল বদল করার জেরে অনেক কাছের বন্ধুকেও হারিয়েছেন বলে জানান বিজেন্দ্র। তবে তাঁর আশা, তিনি হারানো বন্ধুত্বগুলো ফের ফিরে পাবেন। এই নিয়ে তিনি বলেন, 'তারা যখন কিছুদিন পরে দেখবেন যে আমি মানুষটা একই আছি, তখন আবারও আমার সঙ্গে তারা বন্ধুত্ব করবেন বলে আশা করছি।'
আরও পড়ুন: ভোটের মুখে নয়া বার্তা অজিত পাওয়ারের, জাতিগত জনগণনার দাবি পদ্ম-সঙ্গীর
প্রসঙ্গত, বিগত বছরগুলিতে বারবার মোদীর বিরুদ্ধে মুখ খুলে এসেছিলেন বিদেন্দ্র। কুস্তিগীরদের আন্দোলনের সময়ও তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। এই আবহে বিজেন্দ্র সিংয়ের দল বদল যেন কংগ্রেসের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। প্রসঙ্গত, এর আগে রাহুলের ভারত জোড়ো যাত্রায় পা মিলিয়েছিলেন বিজেন্দ্র সিং। বিজেপিতে যোগদানের এক দিন আগেও মোদীর বিরুদ্ধে তুমুল তোপ দেগে একটি পোস্টও করেছিলেন বিজেন্দ্র। ৩১ মার্চ রাহুল গান্ধী মোদীকে টার্গেট করে একটি পোস্ট করেন। সেখানে ভোটে জিততে ‘ম্যাচ ফিক্সিং’এর অভিযোগ তোলেন তিনি মোদীর বিরুদ্ধে। সেই পোস্ট রিটুইটও করেন বিজেন্দ্র। আর এরই মধ্যে তাঁর দল বদলে অবাক হয়েছেন অনেকেই। আর দল বদলের পর তিনি দাবি করেছেন, মোদীর দৃষ্টিভঙ্গির দ্বারা অনুপ্রাণিত হয়েই তিনি দল বদলে বিজেপিতে এসেছেন।
তবে বিজেন্দ্র সিংয়ের দাবি, দেশের যুবসমাজের কল্যাণ ও উন্নয়নের জন্যে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি বলেন, 'পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে আমার কাছের অনেক মানুষজন আছেন, যাঁরা আমার এই দল বদল মেনে নিতে পারছেন না। তাঁরা খুব কষ্ট পেয়েছেন। তবে এটা করার পিছনে অনেক কারণ ছিল। তাঁদের সামনে নিজেকে প্রমাণ করতে হবে আমায়।'