ইন্ডিয়া জোটে প্রথম থেকেই বড়সর ফাটল। আর দিন যত এগিয়েছে ততই ফাটল বেড়েছে ইন্ডিয়া জোটের অন্দরে। বাংলায় তার অস্তিত্ব আদৌ আছে কি না তা নিয়েও প্রশ্ন। আর পুরুলিয়া বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। আর এবার পুরুলিয়ার সেই রুক্ষ ভূমিতে একটাই প্রশ্ন ঘুরছে সেখানে ইন্ডিয়া জোটের প্রার্থী আসলে কে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন আম জনতাও। বাম ও কংগ্রেসের অন্দরেও এনিয়ে জোরালো প্রশ্ন।
আসলে এবার পুরুলিয়ায় প্রার্থী দিয়েছে কংগ্রেস। আবার ফরওয়ার্ড ব্লকও এখানে প্রার্থী দিয়েছে। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের আসল প্রার্থী কে তা নিয়ে স্বাভাবিকভাবেই গুলিয়ে ফেলছেন সাধারণ মানুষও। একাধিক দলের কর্মীদের মধ্য়েও এনিয়ে বিভ্রান্তি একেবারে চরমে উঠেছে।
কংগ্রেসের তরফে নেপাল মাহাতোর নাম কংগ্রেস প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে।
একদিকে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। আবার কংগ্রেসের প্রার্থী নেপাল মাহাতো। আবার ফরওয়ার্ড ব্লকও আলাদা করে প্রার্থী দিয়েছে। সব মিলিয়ে একেবারে বিভ্রান্তি একেবারে চরমে উঠেছে।
জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো দাবি করেন, পুরুলিয়া কেন্দ্রে কংগ্রেসই ইন্ডিয়া জোটের প্রার্থী। তৃণমূল কি দেওয়াল লিখনে বা ব্যানারে কোথাও দাবি করেছে যে শান্তিরাম মাহাতো ইন্ডিয়া জোটের প্রার্থী? সেটা তো কোথাও দেখা যাচ্ছে না। তিনি খোঁচা দিয়েছেন যে, একদিকে বলব বিজেপির বিরুদ্ধে সার্বিক লড়াই হবে। অন্যদিকে বিজেপি বিরোধী ভোটও ভাগ করবে। তাহলে কে বিজেপির বি টিম? তৃণমূলের এই দ্বিচারিতার কথা তাঁরা প্রচারে তুলে ধরবেন।
আর শান্তিরাম মাহাতো-ও তার পালটা দিয়েছেন। আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে তিনি জানিয়েছেন, মানুষ ঠিক করবেন বিজেপির বিরুদ্ধে লড়াইতে কে আসল প্রার্থী। রাজ্যের মানুষ বিলক্ষণ জানেন কোন দল বিজেপির বিরুদ্ধে সার্বিক লড়াইতে ময়দানে নেমেছেন। সারা দেশে এই লড়াইতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ই নেতৃত্ব দিচ্ছেন। তিনি আরও জানিয়েছেন, তৃণমূল নেত্রী ইন্ডিয়া জোটের বৈঠকে প্রস্তাব দিয়েছিলেন রাজ্যে যেখানে যে শক্তিশালী সেখানে বিজেপির বিরুদ্ধে সেই দলই লড়াই করুক। সেই ফর্মুলা এখানে অন্যরা কেন মানেননি রাজ্যের মানুষ তা জানেন।
আসলে ইন্ডিয়া জোটের আসল প্রার্থী কে তা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দেওয়া হচ্ছে। তবে বাংলার ইন্ডিয়া জোটের অস্তিত্ব আদৌ আছে কি না সেটা নিয়েই তো প্রশ্ন। কারণ মুর্শিদাবাদেও অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান।