বিগত কয়েক বছর ধরে বাংলার রাজনীতির অবিচ্ছিন্ন অংশ হয়ে দাঁড়িয়েছে 'খেলা হবে' সব্দবন্ধটি। তৃণমূল কংগ্রেসই বাংলার রাজনীতিতে এই সব্দবন্ধের প্রয়োগ শুরু করে। আর ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বহরমপুরে অধীর গড়ে খেলার জন্য তৃণমূল নামিয়েছে ইউসুফ পাঠানকে। তবে তারকা ব্যাটার যে রাজনীতির ময়দানে নবাগত। তাই তাঁকে সঙ্গ দিতে এবার বহরমপুরের পিচে 'খেলতে নামবেন' মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। জানা গিয়েছে, চোট সারিয়ে শীঘ্রই প্রচারে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে আগামী ১ এপ্রিল ইউসুফের হয়ে বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন মমতা। (আরও পড়ুন: 'কঙ্গনা হিমাচলের কন্যা, ওঁর বাবা কংগ্রেসে ছিলেন', বিতর্কে জল ঢালতে আসরে সুখু)
আরও পড়ুন: ওয়াশিং মেশিনে 'ধোয়া হচ্ছিল' ২.৫ কোটি টাকা! কলকাতা সহ বহু জায়গায় হানা দিয়ে ধরল ED
এদিকে ইউসুফ পাঠান রাজনীতির ময়দানে নবাগত হলেও প্রস্তুতি নিয়েই নাকি ব্যাট করতে নেমেছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে, গত কয়েক বছরের ভোটের ফলাফল দেখে বহরমপুরের ভোট অঙ্ক করেছেন ইউসুফ। তাঁকে এই কাজে সাহায্য করেছেন তাঁর এক সহযোগী। এর আগে ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে প্রার্থী হিসেবে ইউসুফের নাম ঘোষণা করে চমক দিয়েছিল ঘাসফুল শিবির। সেই নাম ঘোষণার ১০ দিন পর বাংলায় এসে প্রচারে নেমেছিলেন ইউসুফ। সেই সময় অধীর চৌধুরীকে 'ব্রেট লি'-র সঙ্গে তুলনা করেছিলেন তিনি। এই আবহে ২০১৯ লোকসভা নির্বাচনের পরিসংখ্যান খতিয়ে দেখে বড়ঞা, কান্দি এবং বহরমপুর বিধানসভার উপর বেশি জোর দেওয়ার কথা বলেছেন ইউসুফ পাঠান। সেই মতো ওই তিন বিধানসভায় প্রচারে বাড়তি গুরুত্ব দেওয়ার প্রস্তাব দেন ইউসুফ পাঠান খোদ। তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার রাজ্য স্তরের নেতা-নেত্রী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গেও ইতিমধ্যেই কথাবার্তা বলেছেন ইউসুফ। প্রচারে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন। মানুষের হয়ে কাজ করার পাশাপাশি ইউসুফের প্রতিশ্রুতি, তাঁকে জেতালে 'তারকা ক্রিকেটারের সঙ্গে দেখা করতে পারবে বহরমপুরবাসী'। (আরও পড়ুন: 'ব্লক ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্ম', সকাল সকাল হাওড়া শাখায় ব্যাহত রেল পরিষেবা)
আরও পড়ুন: ডিএ-র শনির ফাঁড়া কাটবে? ভোটের আবহে বকেয়া ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে
এদিকে গতকালই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ৪০ জনের তারকা প্রচারকের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় আছেন ইউসুফ পাঠানও। তাই তিনি যে শুধুমাত্র বহরমপুরে সীমাবদ্ধ থাকবেন না, তা স্পষ্ট করে দিয়েছে দল। তাঁকে নিয়ে সারা বাংলাতেই প্রচার চালাতে চায় ঘাসফুল শিবির। তবে দলের হয়ে ব্যাট চালানোর আগে ব্যক্তিগত স্কোর এগিয়ে রাখতে চাইছেন ইউসুফ। আর তাই অঙ্ক কষেই লক্ষ্য তাড়া করতে নেমেছেন। আর বহরমপুরের কঠিন পিচে অধীরের 'বাউন্সার'কে ছক্কা হাঁকানোর প্রস্তুতি নিতে চলছে পরিকল্পনা। আর মমতার প্রচারে ইউসুফের অঙ্ক আরও মসৃণ ভাবে এগোবে বলে আশা করছেন তৃণমূল নেতৃত্ব।