বাংলা নিউজ > ভোটযুদ্ধ > MP Election BJP Candidates list 2023: মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ৩৯জনের প্রার্থী তালিকা বিজেপির, নাম-কেন্দ্র জানুন
মধ্য়প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে প্রথম দফায় ৩৯জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করল বিজেপি। একাধিক উল্লেখযোগ্য নাম রয়েছে সেই তালিকায়। সেই নামগুলি দেখে নিন একনজরে।
প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী বুধবারই কেন্দ্রীয় নির্বাচনী কমিটির মিটিং করেছিলেন। তারপরই এদিন প্রার্থী তালিকা ঘোষণা করা হল। তবে তাৎপর্যপূর্ণভাবে প্রথম তালিকায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ একাধিক উল্লেখযোগ্য মন্ত্রীর নাম এই তালিকায় নেই।
মধ্য়প্রদেশ ভোটের বিজেপির প্রার্থীদের তালিকা-২০২৩
১. সবলগড়- শ্রীমতি সরলা বিজেন্দ্র রাওয়াত
২. সুমাবলী- শ্রী অদল সিং কানসানা
৩. গোহর- শ্রী লাল সিং আর্য
৪. পিচ্ছোর- শ্রী প্রীতম লোধি
৫. চাচৌরা- শ্রীমতি প্রিয়াঙ্কা মিনা
৬. চন্দেরি- শ্রী জগন্নাথ সিং রঘুবংশী
৭. বন্দা- শ্রী বীরেন্দ্র সিং লম্বোরদর
৮. মহারাজপুর- শ্রী কামাখ্য়া প্রতাপ সিং
৯. ছত্রপুর- শ্রীমতি ললিতা যাদব
১০. পথরিয়া- শ্রীলক্ষ্মণ পটেল
১১. গুন্নাওর- শ্রীরাজেশ কুমার ভার্মা
১২. চিত্রকূট- শ্রী সুরেন্দ্র সিং গহরবার
১৩.পুস্পারাজগড়- শ্রী হিরাসিং শ্য়াম
১৪. বারওয়ারা- শ্রী ধীরেন্দ্র সিং
১৫. বার্গি- শ্রী নীরজ ঠাকুর
১৬. জবলপুর পূর্ব- শ্রীমতি অঞ্চল সোনকর
১৭. শাহপুরা- শ্রী ওমপ্রকাশ ধুর্বে
১৮.বিছিয়া- ডঃ বিজয় আনন্দ মারাওয়ি
১৯. বৈহার- শ্রী ভগৎ সিং নেতাম
২০. লাঞ্জি- শ্রী রাজকুমার কড়াহে
২১.বারঘাত-শ্রীকমল মাসকোলে
২২. গোটেগাঁও-শ্রী মহেন্দ্র নাগেশ
২৩. সৌনসার - শ্রী নানাভাউ মাহোদ
২৪. পানধুর্না- শ্রী প্রকাশ উইকে
২৫. মুলতাই-শ্রী চন্দ্রশেখর দেশমুখ
২৬.ভৈইশদেহি- শ্রী মহেন্দ্র সিং চৌহান
২৭.ভূপাল উত্তর- শ্রী অলোক শর্মা
২৮. ভূপাল মধ্য- শ্রী ধ্রুব নারায়ণ সিং
২৯. সঙ্কোচ- শ্রী রাজেশ সোনকর
৩০. মহেশ্বর- শ্রীরাজকুমার মেভ
৩১. কাসরাওয়াদ- শ্রী আত্মারাম পটেল
৩২. আলিরাজপুর- শ্রীনগর সিং চৌহান
৩৩. ঝাবুয়া- ভানু ভুরিয়া
৩৪. পেটলাবাদ- শ্রীমতি নির্মলা ভুরিয়া
৩৫. কুকসি- শ্রী জয়দীপ পটেল
৩৬. ধর্মপুরী- শ্রী কালু সিং ঠাকুর
৩৭. রাউ- শ্রী মধু ভার্মা
৩৮. তারানা- শ্রী তারাচাঁদ গোয়েল
৩৯. ঘাটিয়া- শ্রী সতীশ মালব্য
ভোটযুদ্ধ খবর