রাজস্থানে এক জনসভায় গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমোর অভিযোগ, হায়দরাবাদে এক নির্বাচনী জনসভা থেকে তাঁর মৃত বাবাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন খাড়গে। শনিবার রাজস্থানে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেন মোদী। সেখানেই তিনি খাড়গের বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন। উল্লেখ্য, এর একদিন আগে শুক্রবারই হায়দরাবাদে জনসভায় বক্তৃতা রেখেছিলেন মল্লিকার্জুন খাড়গে। নগৌরের জনসভায় মোদী বলেন, 'গতকাল কংগ্রেস সভাপতি খাড়গে এই মোদীর বাবাকে নিয়ে বাজে কথা বলেছেন।' মোদী বলেন, 'কংগ্রেসের কী হয়ে গেল? আপনারা তো এমন ছিলেন না।' (আরও পড়ুন: ডিপফেক নিয়ে কড় কেন্দ্র, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে হুঁশিয়ারি অশ্বিনী বৈষ্ণবের)
এদিকে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে মোদী 'প্রতিশ্রুতি' দেন যে তিনি দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াই চালিয়ে যাবেন। তিনি বলেন, 'এখানে উপস্থিত ভাই এবং বোনেরা। আমি আপনাদের আস্বস্ত করতে চাই। তারা আমাকে গালি দিক, আমার বিষয়ে বাজে কথা রটাতে থাকুক। কিন্তু আমি আপনাদের বলছি, আমি দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই জারি রাখব। এই দেশের সব দুর্নীতিগ্রস্ত মানুষের বিচার হবে।'
আরও পড়ুন: সাহারার ২৫০০০ কোটি সেবির থেকে নিয়ে নেবে সরকার, লগ্নিকারীরা কবে ফেরত পাবেন টাকা?
উল্লেখ্য, হায়দরাবাদে মল্লিকার্জুন খাড়গে মোদীকে আক্রমণ শানাতে গিয়ে বলেন, 'আরে প্রধানমন্ত্রী একদিকে... প্রধানমন্ত্রীর বাপ এখানে বসে... তাঁকেও ছুট দেওয়া হচ্ছে। আমরা সব সময়ই বলে এসেছি যে মোদী কখনও সত্যি বলেন না। বিজেপি কখনও সত্যি কথা বলে না। মোদী বলেছিলেন, তাঁকে ভোট দিয়ে সরকারে আনলে সবাইকে ১৫ লাখ টাকা করে দেবেন। দিয়েছেন তিনি সেই টাকা? তাহলে মিথ্যা কে বলছে? মোদী না কংগ্রেস? আপনারাই এর বিচার করুন।'
আরও পড়ুন: ইম্ফলের আকাশে রহস্যময় UFO! চরম দুর্ভোগ কলকাতা থেকে উড়ে যাওয়া বিমানের যাত্রীদের
এদিকে কংগ্রেসকে 'দলিত বিরোধী' আখ্যা দেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, 'দেশে এই প্রথম মুখ্য তথ্য কমিশনার হচ্ছেন একজন দলিত - হীরালাল সমরিয়া। তাঁর মা একজন দলিত ছিলেন। তাঁর বাবা ভরতপুরের দীগ জনগোষ্ঠীর। কিন্তু উচ্চপদে একজন দলিতকে বসতে দিতে চায় না কংগ্রেস। তাই তাঁর নিয়োগের ঘোষণা হওয়া বৈঠক বয়কট করে কংগ্রেস। এই কংগ্রেসই রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়নি। তাঁরা বাবাসাহেব আম্বেদকরকেও রাজনীতিতে থাকতে দেয়নি। আর বিজেপি এই দেশকে দ্বিতীয় দলিত আইনমন্ত্রী দিয়েছে। অর্জুন মেঘওয়াল তো এই আপনাদেরই রাজ্যের।'