বাংলা নিউজ > ভোটযুদ্ধ > ‘ক্ষমা করে দিন’, ভোটের আগে ভরা জনসভায় কান ধরে ওঠবোস বিজেপি বিধায়কের!

‘ক্ষমা করে দিন’, ভোটের আগে ভরা জনসভায় কান ধরে ওঠবোস বিজেপি বিধায়কের!

উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক ভূপেশ চৌবে। (সৌজন্যে ভিডিয়ো)

দেখে নিন ভাইরাল ভিডিয়ো।

জনসভায় গিয়ে কান ধরে ওঠবোস করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক ভূপেশ চৌবে। সঙ্গে ‘গত পাঁচ বছর জ্ঞানত বা অজান্তে যে সব ভুল করেছেন’, তার জন্য আমজনতার কাছে ক্ষমাও চেয়ে নেন। যে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে গেরুয়া শিবির।

সোনভদ্রের রবার্টসগঞ্জ আসন থেকে এবার বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন ভূপেশ। বুধবার সেখানে একটি জনসভায় আসেন তিনি। মঞ্চে একটি চেয়ারের উপর বসেছিলেন। পাশে দুই বিজেপি নেতাও ছিলেন। আচমকাই চেয়ারের উপর দাঁড়িয়ে পড়েন ভূপেশ। ভাইরাল ভিডিয়োয় দেখা দিয়েছে, কান ধরে ওঠবোস করতে থাকেন। তড়িঘড়ি তাঁকে থামানোর চেষ্টা করেন এক বিজেপি নেতা। হাত ধরেন অপর একজন। তারপরই ক্ষান্ত হন ভূপেশ। জনতার উদ্দেশে হাতজোড় করতে দেখা যায় তাঁকে।

রবার্টসগঞ্জের বিদায়ী বিধায়ক বলেন, ‘২০১৭ সালের নির্বাচনে আপনারা সবাই আমায় আশীর্বাদ করেছিলেন। একইভাবে এবার আমায় আশীর্বাদ করবেন আমায়। যাতে রবার্টসগঞ্জ আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পদ্মফুল ফোটে।’

কিন্তু আচমকা ওঠবোস কেন করলেন বিজেপি বিধায়ক? গেরুয়া শিবিরের অন্দরের খবর, বিধানসভা ভোটের প্রচার-পর্বের সময় ভূপেশের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিজেপি বুথস্তরের কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, ফোনে পাওয়া যায় না বিধায়য়কে। দলের কর্মীদেরও ফোন ধরেন না। ২০১৭ সালের নির্বাচনে জয়ের পর থেকেই দূরত্ব বজায় রেখে চলেছেন ভূপেশ। বুধবার জনসভায় উপস্থিত এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ওই বিজেপি কর্মীদের মানভঞ্জনেই কান ধরে ওঠবোস করেছেন ভূপেশ।’

বন্ধ করুন