
খেলা হবে, পদ্মফুলের মেলা হবে, তৃণমূলকে ফেলা হবে: শুভেন্দু অধিকারী
১ মিনিটে পড়ুন . Updated: 14 Feb 2021, 09:46 PM IST- এদিন শুভেন্দু বলেন, ‘ঘাসফুল শুধু কাটলে হবে না। তাহলে আবার গজাবে। ঘাসফুল উপড়ে ফেলতে হবে।’
এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুখে খেলা হবে স্লোগান। রবিবার আলিপুরদুয়ারে এক জনসভায় ‘খেলা হবে’ স্লোগান নিয়ে তৃণমূলকে পালটা আক্রমণ করেন তিনি। বলেন, এই স্লোগানের উৎপত্তি বাংলাদেশে। ‘জয় বাংলা’র মতো ‘খেলা হবে’ স্লোগানও বাংলাদেশ থেকে ধার করেছে তৃণমূল।
এদিন শুভেন্দু বলেন, ‘বলছে খেলা হবে। নারায়ণগঞ্জের আওয়ামি লিগের এমপি শামিম ওসমান, চার বছর আগে বলেছিল খেলা হবে। বিজেপির ছেলেরাও উত্তর দিচ্ছে, খেলা হবে, পদ্মফুলের মেলা হবে। তৃণমূলকে ফেলা হবে’।
এদিন শুভেন্দু বলেন, ‘আমরা ঘাসফুল কাটতে আসিনি, উপড়ে ফেলতে এসেছি। ঘাসফুল কাটলে আবার গজায়।’
সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বার বার শোনা যাচ্ছে খেলা হবে স্লোগান। অনুব্রত মণ্ডলকে দিয়ে শুরু করে একের পর এক নেতার মুখে শোনা গিয়েছে খেলা হবে। রবিবার থেকে পালটা দিতে শুরু করেছে বিজেপিও। এদিন দুপুরে প্রথমে এই স্লোগানকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। বেলা গড়াতে গড়াতে সেই দায়িত্ব তুলে নেন শুভেন্দু।