বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

১৭ এপ্রিল হিঙ্গলগঞ্জে ভোটগ্রহণ। (নিজস্ব ছবি)

১৭ এপ্রিল হিঙ্গলগঞ্জে ভোটগ্রহণ।

এই কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন দেবেশ মণ্ডল। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন নিমাই দাস। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিআইএমের রঞ্জন মণ্ডল।

হিঙ্গলগঞ্জ উত্তর ২৪ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত ছিল। হিঙ্গলগঞ্জ (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্রটি হিঙ্গলগঞ্জ সমষ্টি উন্নয়ন ব্লক এবং ভবানীপুর -১, হাসনাবাদ, পাটলিখানপুর, বরুনহাট রামেশ্বরপুর ও ভবানীপুর -২ গ্রাম পঞ্চায়েতগুলি হাসনাবাদ সমষ্টি উন্নয়ন ব্লক ও খুলনা গ্রাম পঞ্চায়েত সন্দেশখালি সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত। হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রটি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবেশ মণ্ডল জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯৪,৭৫৩৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিআইয়ের প্রার্থী আনন্দময় মণ্ডল। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৬৪,৪৪৯৷ তৃণমূল প্রার্থী দেবেশ মণ্ডল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের প্রার্থী আনন্দময় মণ্ডলকে ৩০,৩০৪ ভোটে পরাজিত করেন। ২০১১ সালের নির্বাচনে সিপিআইয়ের আনন্দময়ী মণ্ডল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দেবেশ মণ্ডলকে পরাজিত করেন।

২০০৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএমের গোপাল গায়েন হিঙ্গলগঞ্জ (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দেবেশ মণ্ডলকে পরাজিত করেন তিনি। ২০০১ সালে সিপিআইএমের নৃপেন গায়েন তৃণমূল কংগ্রেসের সৌরেন্দ্র মন্ডল, ১৯৯৬ সালে কংগ্রেসের বিদ্যুৎ কয়াল ও ১৯৯১ সালে কংগ্রেসের শংকর রায়কে পরাজিত করেন।১৯৮৭ সালে সিপিআইএমের সুধাংশু মণ্ডল, কংগ্রেসের আদিত্য মণ্ডলকে এই আসনে পরাজিত করেন। শুধু তাই নয়, শুধাংশুবাবু ১৯৮২ সালে কংগ্রেসের অমল কৃষ্ণ মিস্ত্রি ও ১৯৭৭ সালে জনতা পার্টির অমলকৃষ্ণ মিস্ত্রিকেও এই আসনে পরাজিত করেছিলেন। ১৯৭২ সালের নির্বাচনে সিপিআইয়ের অনিলচন্দ্র মণ্ডল এই আসনে জেতেন। ১৯৭১ সালে সিপিআইএমের গোপালচন্দ্র গায়েন এই আসনে জিতেছিলেন। আবার ১৯৬৯ সালে সিপিআইয়ের হাজারীলাল মণ্ডল হিঙ্গলগঞ্জ আসনে জয়ী হয়েছিলেন।১৯৬৭ সালে নির্দলের বি.এন. ব্রহ্মচারী জেতেন। অবশ্য এর আগে হিঙ্গলগঞ্জ কেন্দ্রটি ছিল না।

বন্ধ করুন