বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > রায়দিঘি বিধানসভা কেন্দ্র ২০২১: ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে যাবতীয় তথ্য

রায়দিঘি বিধানসভা কেন্দ্র ২০২১: ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে যাবতীয় তথ্য

আগামী ৬ এপ্রিল রায়দিঘিতে তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে। (ছবি সৌজন্য নিজস্ব চিত্র)

আগামী ৬ এপ্রিল রায়দিঘিতে তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে।

রায়দিঘি

এই বিধানসভা আসনে এবারের তৃণমূল কংগ্রেসে প্রার্থী হলেন অলোক জলদাতা। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন শান্তনু বাপুলি। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিআইএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়৷

দক্ষিণ ২৪ পরগনা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত জেলা। জেলার সদর আলিপুরে। বাসন্তী এই জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই জেলার উত্তরদিকে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা, পূর্ব দিকে বাংলাদেশ, পশ্চিম দিকে হুগলি নদী ও দক্ষিণ দিকে বঙ্গোপসাগর রয়েছে। রায়দিঘি এই জেলার একটি বিধানসভা কেন্দ্র। আগামী ৬ এপ্রিল রায়দিঘিতে তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী দেবশ্রী রায় জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ১১১,০৬১৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিআইএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়৷ তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৯৯ হাজার ৯৩২৷ দেবশ্রীদেবী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়কে ১,২২৯ ভোটে পরাজিত করেছিলেন। ২০১১ সালের নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের দেবশ্রী রায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের কান্তি গঙ্গোপাধ্যায়কে পরাজিত করেছিলেন।

বন্ধ করুন