আলাদা আলাদা দল হলে কী হবে, ভোটের ময়দানে যতই একে অপরের দলকে আক্রমণ করুন না কেন, নির্বাচনী প্রচারই যেন মিলিয়ে দিল যশ দাশগুপ্ত-নুসরত জাহানকে। ভাবছেন তো কী ভাবে সম্ভব? সোশ্যাল মিডিয়ার যুগে এখন সব সম্ভব। যশ-নুসরতের আদর্শ বা ভাবনা না-ই বা মিলতে পারে, কিন্তু প্রচার করার পদ্ধতি তো এক হতেই পারে। যেমনটা দেখা গিয়েছে টলিউডের এই অভিনেতা-অভিনেত্রীর ক্ষেত্রে।
আসলে যশ বিজেপি-তে যোগ দিয়েছেন। এমন কী আসন্ন বিধানসভা ভোটের প্রার্থী হয়েছেন তিনি। হুগলির চণ্ডীতলা কেন্দ্র থেকে। যদিও যশের মতো বিধানসভা ভোটের প্রার্থী হননি নুসরত। তবু তৃণমূলের অন্য প্রার্থীদের হয়েই প্রচার সারছেন এই তারকা সাংসদ। তাঁদের অনুরাগীরাই দু'জনের প্রচারের দু'টি ছবি নিয়ে মিলিয়ে দিয়েছেন একে অপরকে। সেই ছবিতে দেখা যাচ্ছে, দুই বৃদ্ধার থেকে আর্শীবাদ নিচ্ছেন যশ-নুসরত। আর তাঁদের ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন ওই দু'জন বৃদ্ধা। সঙ্গে ক্যাপশনে লেখা, ‘দিদা ঠাকুমার ভালোবাসায় উদ্ভাসিত যশ নুসরত’। এ যেন তাঁদের সম্পর্কের নতুন সমীকরণকেই ইঙ্গিত করেছে।
আলাদা আলাদা দল হলে কী হবে, ভোটের ময়দানে যতই একে অপরের দলকে আক্রমণ করুন না কেন, নির্বাচনী প্রচারই যেন মিলিয়ে দিল যশ দাশগুপ্ত-নুসরত জাহানকে। ভাবছেন তো কী ভাবে সম্ভব? সোশ্যাল মিডিয়ার যুগে এখন সব সম্ভব। যশ-নুসরতের আদর্শ বা ভাবনা না-ই বা মিলতে পারে, কিন্তু প্রচার করার পদ্ধতি তো এক হতেই পারে। যেমনটা দেখা গিয়েছে টলিউডের এই অভিনেতা-অভিনেত্রীর ক্ষেত্রে।
আসলে যশ বিজেপি-তে যোগ দিয়েছেন। এমন কী আসন্ন বিধানসভা ভোটের প্রার্থী হয়েছেন তিনি। হুগলির চণ্ডীতলা কেন্দ্র থেকে। যদিও যশের মতো বিধানসভা ভোটের প্রার্থী হননি নুসরত। তবু তৃণমূলের অন্য প্রার্থীদের হয়েই প্রচার সারছেন এই তারকা সাংসদ। তাঁদের অনুরাগীরাই দু'জনের প্রচারের দু'টি ছবি নিয়ে মিলিয়ে দিয়েছেন একে অপরকে। সেই ছবিতে দেখা যাচ্ছে, দুই বৃদ্ধার থেকে আর্শীবাদ নিচ্ছেন যশ-নুসরত। আর তাঁদের ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন ওই দু'জন বৃদ্ধা। সঙ্গে ক্যাপশনে লেখা, ‘দিদা ঠাকুমার ভালোবাসায় উদ্ভাসিত যশ নুসরত’। এ যেন তাঁদের সম্পর্কের নতুন সমীকরণকেই ইঙ্গিত করেছে।|#+|
এই মুহূর্তে টলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন যশ-নুসরত। তাঁদের দু'জনের সম্পর্ক নিয়ে টলি পাড়ায় জোর গুঞ্জন। নিখিন জৈনের সঙ্গে নুসরতের সম্পর্কের অবনতির পাশাপাশি যশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার খবর নিয়েই উত্তাল টলিউড। নিখিলও তাঁর আর নুসরতের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ইঙ্গিতবহ পোস্ট করেছিলেন। তবে যশ বা নুসরত এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।