বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ভোটের প্রচারের কৌশল মিলিয়ে দিল যশ-নুসরতকে

ভোটের প্রচারের কৌশল মিলিয়ে দিল যশ-নুসরতকে

যশ-নুসরত।

তৃণমূল আর বিজেপি-র মধ্যে যতই রেষারেষি থাকুক না কেন, দুই দলের সব প্রার্থীদের মধ্যেই কিন্তু সব সময় আকচাআকচি থাকে না। কেউ কেউ একে অপরের ভাল বন্ধুও হয়। এই যেমন যশ-নুসরত। আর তাঁদের বিশেষ সম্পর্ক নিয়েও এখন টলিপাড়ায় তীব্র গুঞ্জন।

আলাদা আলাদা দল হলে কী হবে, ভোটের ময়দানে যতই একে অপরের দলকে আক্রমণ করুন না কেন, নির্বাচনী প্রচারই যেন মিলিয়ে দিল যশ দাশগুপ্ত-নুসরত জাহানকে। ভাবছেন তো কী ভাবে সম্ভব? সোশ্যাল মিডিয়ার যুগে এখন সব সম্ভব। যশ-নুসরতের আদর্শ বা ভাবনা না-ই বা মিলতে পারে, কিন্তু প্রচার করার পদ্ধতি তো এক হতেই পারে। যেমনটা দেখা গিয়েছে টলিউডের এই অভিনেতা-অভিনেত্রীর ক্ষেত্রে।

আসলে যশ বিজেপি-তে যোগ দিয়েছেন। এমন কী আসন্ন বিধানসভা ভোটের প্রার্থী  হয়েছেন তিনি। হুগলির চণ্ডীতলা কেন্দ্র থেকে। যদিও যশের মতো বিধানসভা ভোটের প্রার্থী হননি নুসরত। তবু তৃণমূলের অন্য প্রার্থীদের হয়েই প্রচার সারছেন এই তারকা সাংসদ। তাঁদের অনুরাগীরাই দু'জনের প্রচারের দু'টি ছবি নিয়ে মিলিয়ে দিয়েছেন একে অপরকে। সেই ছবিতে দেখা যাচ্ছে, দুই বৃদ্ধার থেকে আর্শীবাদ নিচ্ছেন যশ-নুসরত। আর তাঁদের ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন ওই দু'জন বৃদ্ধা। সঙ্গে ক্যাপশনে লেখা, ‘দিদা ঠাকুমার ভালোবাসায় উদ্ভাসিত যশ নুসরত’। এ যেন তাঁদের সম্পর্কের নতুন সমীকরণকেই ইঙ্গিত করেছে।

আলাদা আলাদা দল হলে কী হবে, ভোটের ময়দানে যতই একে অপরের দলকে আক্রমণ করুন না কেন, নির্বাচনী প্রচারই যেন মিলিয়ে দিল যশ দাশগুপ্ত-নুসরত জাহানকে। ভাবছেন তো কী ভাবে সম্ভব? সোশ্যাল মিডিয়ার যুগে এখন সব সম্ভব। যশ-নুসরতের আদর্শ বা ভাবনা না-ই বা মিলতে পারে, কিন্তু প্রচার করার পদ্ধতি তো এক হতেই পারে। যেমনটা দেখা গিয়েছে টলিউডের এই অভিনেতা-অভিনেত্রীর ক্ষেত্রে।

আসলে যশ বিজেপি-তে যোগ দিয়েছেন। এমন কী আসন্ন বিধানসভা ভোটের প্রার্থী  হয়েছেন তিনি। হুগলির চণ্ডীতলা কেন্দ্র থেকে। যদিও যশের মতো বিধানসভা ভোটের প্রার্থী হননি নুসরত। তবু তৃণমূলের অন্য প্রার্থীদের হয়েই প্রচার সারছেন এই তারকা সাংসদ। তাঁদের অনুরাগীরাই দু'জনের প্রচারের দু'টি ছবি নিয়ে মিলিয়ে দিয়েছেন একে অপরকে। সেই ছবিতে দেখা যাচ্ছে, দুই বৃদ্ধার থেকে আর্শীবাদ নিচ্ছেন যশ-নুসরত। আর তাঁদের ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন ওই দু'জন বৃদ্ধা। সঙ্গে ক্যাপশনে লেখা, ‘দিদা ঠাকুমার ভালোবাসায় উদ্ভাসিত যশ নুসরত’। এ যেন তাঁদের সম্পর্কের নতুন সমীকরণকেই ইঙ্গিত করেছে।|#+|

এই মুহূর্তে টলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন যশ-নুসরত। তাঁদের দু'জনের সম্পর্ক নিয়ে টলি পাড়ায় জোর গুঞ্জন। নিখিন জৈনের সঙ্গে নুসরতের সম্পর্কের অবনতির পাশাপাশি যশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার খবর নিয়েই উত্তাল টলিউড। নিখিলও তাঁর আর নুসরতের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ইঙ্গিতবহ পোস্ট করেছিলেন। তবে যশ বা নুসরত এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

ভোটযুদ্ধ খবর

Latest News

মালাইকার বাবার ছাদ থেকে ঝাঁপ! প্রাক্তন শ্বশুরবাড়িতে আরবাজ, গেলেন অর্জুনও,তারপর? ‘ভেতরে যাদের ময়লা আর যাই হোক তাদের দ্বারা…’, চারুকলা পর্ষদ ছাড়লেন প্রদোষ পাল Zimbabwe Women বনাম Namibia Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? গার্হস্থ্য হিংসার আইন 498A IPCর সবচেয়ে বেশি অপব্যবহার হয়, জোরালো বার্তা SCর বাজ পড়ে প্রাণ হারিয়েছেন ৮৭ শতাংশ, ভারতে বজ্রপাতে মৃত্যুর প্রবণতা বাড়ছে উত্তরবঙ্গ মেডিক্যালে প্রশ্ন ফাঁস, বিস্ফোরক দাবি হাসপাতালের প্রাক্তন সুপারের শুধু 'স্যার' বলার ঝুঁকি নিল না সরকার, এবার ডাক্তারদের কী লিখলেন মুখ্যসচিব? সেটা হয়তো আর কখন নাও হতে পারে- ডি'ককের দলে ফেরা নিয়ে প্রোটিয়া কোচের ভবিষ্যদ্বাণী দুর্গাপুজোর আগে ঘরে নিয়ে আসুন লজ্জাবতী গাছ! শুভ ফল পেতে দেখে নিন বাস্তুটিপস বাংলাদেশ সিরিজের আগেই টেস্ট ব়্যাঙ্কিংয়ের সেরা পাঁচে রোহিত, প্রথম দশে কোহলিরাও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.