২০১৮ সালে ‘ফানি খান’ ছবিতে শেষবার বড় পর্দায় দেখা মিলেছিল অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চনের। মনি রত্নমের তামিল ছবি, পুণ্যিয়ানি সেলভান (Ponniyin Selvan) দিয়ে পর্দায় কামব্যাক করছেন নায়িকা। ইতিমধ্যে ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এনেছেন তিনি। সোমবার ইনস্টাগ্রামে ছবির পোস্টার শেযার করেন ঐশ্বর্য। খবর, দুটি পার্টে তৈরি হচ্ছে এই ছবি। ২০২২ সালে মুক্তি পাবে ছবির প্রথম পার্ট।
পুণ্যিয়ানি সেলভান (Ponniyin Selvan)এর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ঐশ্বর্য লেখেন, ‘জীবনে স্বর্ণযুগ আসে। মণি রত্নমের পুণ্যিয়ানি সেলভান PS1’। ছবিতে ঐশ্বর্য ছাড়া আরও অভিনয় করছেন, বিক্রম, কার্তি, জয়াম রবি, তৃষা কৃষ্ণন এবং মোহন বাবু।
দীর্ঘ দিন পর ঐশ্বর্যর কামব্যাক দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন অনুরাগীরা। সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। ঐশ্বর্যর নতুন ছবির অপেক্ষা দর্শকমহল।
গত সপ্তাহে পুদুচেরিতে ছবির শ্যুটিং ফের শুরু হয়েছিল। তার আগে থাইল্যান্ড এবং হায়দরাবাদে ছবির বড় একটা অংশের শ্যুটিং হয়। এর আগে মণিরত্নমের পরিচালনায় গুরু, রাবণ-এর মতো ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্য।
তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পুণ্যিয়ানি সেলভান’ অবলম্বনে তৈরি এই ছবি। ‘পুণ্যিয়ানি সেলভান’ (Ponniyin Selvan)-এ দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অ্যাশকে।