গত বছর মুক্তি পেয়েছিল ১২ ফেল ছবিটি। আর মুক্তি পাওয়ার পরই রীতিমত সাড়া ফেলে দিয়েছিল এই ছবিটি। এক তো এই ছবির গল্প, তার সঙ্গে বিক্রান্ত মাসে এবং মেধা শঙ্করের অভিনয় নজর কেড়েছিল সবার। বক্স অফিসে ভালো ব্যবসার পাশাপাশি এই ছবিটি OTT মাধ্যমে মুক্তি পাওয়ার পর সেখানেও ভালো ভিউজ পেয়েছে। এবার বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই ছবিটির মুকুটে একটি নতুন পালক যোগ হল। গত ২৩ বছরে এই ছবিটি এই প্রথম একটি রেকর্ড গড়ল।
বিক্রান্ত মাসে অভিনীত ১২ ফেল ছবির নতুন রেকর্ড
বিক্রান্ত মাসে অভিনীত ১২ ফেল ছবিটি ২০২৩ সালের ২৭ অক্টোবর মুক্তি পেয়েছিল। এর মধ্যেই এই ছবিটি বক্স অফিসে ২৫ সপ্তাহ পার করে ফেলেছে। এখনও বেশ ভালোই সাড়া পাচ্ছে দর্শকদের থেকে এই ছবিটি। আর তাতেই একটা নতুন নজির গড়ে ফেলল ১২ ফেল। গড়ল নতুন রেকর্ড। আর এই বিষয়ে ১২ এপ্রিল বিক্রান্ত মাসে তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি নতুন পোস্ট করেন সকলকে ধন্যবাদ জানিয়ে।
আরও পড়ুন: 'তুমি কি বিয়ে করছ?' মীরের চাঁচাছোলা প্রশ্নের মুখে সোহিনী, কবে ছাদনাতলায় যাচ্ছেন শোভনের সঙ্গে ফাঁস করলেন কি?
এদিন বিক্রান্ত মাসে ১২ ফেল ছবিটির একটি বিশেষ পোস্টার শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়ায় যা বিশেষ করে সিলভার জুবিলির উদযাপনের জন্য বানানো হয়েছিল। এই ছবিটি শেয়ার করে বিক্রান্ত লেখেন, 'গত ২৩ বছরে এই প্রথম কোনও ছবি এই মাইলফলক পার করল।' প্রসঙ্গত এর আগে সানি দেওলের গদর এক প্রেম কথা ছবিটি এই মাইলস্টোন ক্রস করেছিল।
তিনি এদিন তাঁর এই পোস্টে একই সঙ্গে জানান 'ধন্যবাদ দর্শক আমাদের স্বপ্নকে সত্যি করার জন্য। আপনাদের জন্যই এটা সম্ভব হল। ভালোবাসা নেবেন।'
বিধু বিনোদ চোপড়ার নতুন ছবির ঘোষণা
১২ ফেল ছবিটির পর এবার বিধু বিনোদ চোপড়া এই ছবিটি তৈরি করার সময় কীভাবে সেটার শ্যুটিং করেছিলেন কী কী ঘটেছিল সেটা নিয়ে নতুন ছবি আনছেন। সেই ছবির নাম তিনি দিয়েছেন জিরো সে রিস্টার্ট।
আরও পড়ুন: 'এত প্যাচপ্যাচে গরম যে...' আইপিএলের মরশুমে পয়লা বৈশাখের আগে শহরে অনিন্দ্য, কীভাবে কাটাচ্ছেন নববর্ষ?
আরও পড়ুন: সৌরসেনীর জন্মদিনেই প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন নিখিল! শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন নুসরতের প্রাক্তন
১২ ফেল ছবির প্রসঙ্গে
টুয়েলভথ ফেল ছবিটিতে উচ্চাকাঙ্ক্ষা, আশা, প্রত্যাশা, মন দিয়ে পড়াশোনা করা, চেষ্টা, এবং হাজারো প্রতিকূলতার পর লক্ষ্যপূরণের গল্প উঠে এসেছে। এই ছবিটি তৈরি করা হয়েছে অনুরাগ পাঠকের গল্পের বইয়ের ভিত্তি। তাঁর লেখা এই বইটি অন্যতম সেরা বিক্রিত বই যেখানে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর গল্প বলা হয়েছে। বিক্রান্ত মাসে ছাড়াও এই ছবিতে আছেন মেধা শঙ্কর। বিক্রান্তের বিপরীতেই তাঁকে দেখা গিয়েছে এখানে।