টলিউডে এখন জোর চর্চা চলছে সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়কে নিয়ে। তাঁদের প্রেম যেন এখন নেটিজেন এবং এই তারকাদের অনুরাগীদের কাছে চর্চার হট কেক। এমনকি তাঁদের বিয়ে নিয়েও চলছে বিস্তর জল্পনা। তারই মাঝে সকলের হয়ে সেই একই প্রশ্ন করে বসলেন মীর। জবাবে কী বললেন সোহিনী?
আরও পড়ুন: 'এত প্যাচপ্যাচে গরম যে...' আইপিএলের মরশুমে পয়লা বৈশাখের আগে শহরে অনিন্দ্য, কীভাবে কাটাচ্ছেন নববর্ষ?
বিয়ে নিয়ে সোহিনীকে প্রশ্ন মীরের
এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মীর সোহিনী সরকারের সঙ্গে মজা করছেন তাঁর বিয়ে নিয়ে। এদিন মীর সোহিনীকে জিজ্ঞেস করেন, 'তুমি কি বিয়ে করছ? তুমি কি সত্যিই বিয়ে করছ?' জবাবে কোনও উত্তর দেন না অভিনেত্রী। বরং অন্যদিকে তাকিয়ে নিজের চুল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েন। মুখে লেগে থাকে দুষ্টু হাসি।
আরও পড়ুন: সৌরসেনীর জন্মদিনেই প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন নিখিল! শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন নুসরতের প্রাক্তন
এরপর সেখানে উপস্থিত অন্যান্যরা সোহিনীকে জিজ্ঞেস করেন, 'কবে বিয়ে করছ জুলাই না নভেম্বর?' মীরও সেই একই প্রশ্ন রিপিট করেন। তাঁদের কাণ্ড দেখে অভিনেত্রী লজ্জায় লাল হয়ে হেসে ফেলেন। তবুও জবাব দেন না। বরং 'আসছি' বলে সেখান থেকে চলে যান।
এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই অনেকেই অনুমান করছেন তবে এবার সত্যি সত্যিই ছাদনাতলায় যাচ্ছেন শোভন এবং সোহিনী। আর তাও এই বছরই। তবে দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি।
সোহিনী-শোভনের প্রেম
বিগত কয়েকমাস ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে সোহিনী সরকারের সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন শোভন। স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই শুরু হয় তাঁদের প্রেম চর্চা। বিভিন্ন পার্টি, উৎসব, ইত্যাদিতে তাঁদের একসঙ্গে দেখা যেতে থাকে। এছাড়া তাঁদের একসঙ্গে, একই সময় এক জায়গা থেকে ছবি পোস্ট করতেও দেখা যায়। আর সেসব দেখে দুইয়ে দুইয়ে চার করেছেন অনেকেই। এমনকি কিছুদিন আগে এই তারকা জুটিও একপ্রকার তাঁদের সম্পর্কে স্বীকৃতি দিয়েছেন।