বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan's Bunglow Mannat: শাহরুখকে দেখতে মন্নতে ঢুকে আটক হলেন ২ যুবক, চলছে তদন্ত

Shah Rukh Khan's Bunglow Mannat: শাহরুখকে দেখতে মন্নতে ঢুকে আটক হলেন ২ যুবক, চলছে তদন্ত

শাহরুখকে দেখাতে মন্নতে ঢুকে আটক হলেন ২ যুবক

Shah Rukh Khan's Bunglow Mannat: শাহরুখকে দেখার উন্মাদনা এমনই যে কিছু না ভেবে সবার চোখকে আড়াল করে মন্নতের মধ্যেই ঢুকে পড়লেন দুই যুবক! তারপর?

ভালোবাসা মানুষকে দিয়ে কত কিছুই না করাতে পারে! স্রেফ একটি বার শাহরুখকে দেখার জন্য, পছন্দের অভিনেতার সাক্ষাৎ পাওয়ার জন্য তাঁর দুই ভক্ত সবার চোখকে ধুলো দিয়ে এক্কেবারে মন্নতের ভিতরে গিয়ে হাজির হলেন। বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি এমন ঘটনা ঘটে। শাহরুখের মুম্বইয়ের বাড়িতে কিং খানের দুই ভক্ত ঢুকে পড়েন।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়, বাইরের দেওয়াল টপকে এই দুই ব্যক্তি মন্নতের মধ্যে ঢুকে পড়েন। তখনই সিকিউরিটি গার্ডের চোখে পড়ে যান তাঁরা। জিজ্ঞাসাবাদের সময় এই দুই ব্যক্তি জানান তাঁরা সুদূর গুজরাট থেকে এসেছেন স্রেফ একটি বার পাঠান খ্যাত অভিনেতা শাহরুখকে দেখার জন্য। পুলিশের তরফে জানানো হয়েছে যে এই দুই ব্যক্তির বয়স নাকি ২০ থেকে ২২ বছর।

ইতিমধ্যেই এই দুই যুবকের বিরুদ্ধে আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ট্রেসপাসিং কেস ফাইল করা হয়েছে। এখনও তদন্ত চলছে বলেই জানা গিয়েছে পুলিশের তরফে।

মাত্র ছয় সপ্তাহের মধ্যেই পাঠান বিশ্ব জুড়ে ১০০০ কোটি টাকার উপর ব্যবসা করে ফেলেছে। গত ২৫ জানুয়ারি মুক্তি পায় পাঠান। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান। তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল। এছাড়া ছিলেন ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা। ফার্স্ট ডে ফার্স্ট শো রীতিমত বক্স অফিসে আগুন ধরিয়ে দিয়েছিল। মুক্তির প্রথম দিনের ব্যবসার নিরিখে এটি কেজিএফ ২ এবং বাহুবলী ২ -কেও পিছনে ফেলে দেয় পাঠান। এই ছবি ২৫০ কোটির ব্যবসা করে মাত্র ৫ দিনে। একটার পর একটা রেকর্ড ভেঙে ফেলেছিল এই ছবি। ব্যবসা করার নিরিখে সিদ্ধার্থ আনন্দের এই ছবি একটার পর একটা নতুন মাইলস্টোন তৈরি করে গিয়েছে।

পাঠান সদ্যই বাংলাদেশে মুক্তি পেয়েছে। হ্যাঁ, দীর্ঘ ৮ বছর পর সেই দেশে কোনও বলিউডি ছবি ফের মুক্তি পেল। অন্যদিকে পাঠান ছবিটি এবার কাশ্মীরেও মুক্তি পেয়েছে। সেখানেও এই ছবি দারুন সাড়া পেয়েছে।

বন্ধ করুন